নারায়ণগঞ্জ নিউজ আপডেট :
নারায়ণগঞ্জ মহানগরীর ফতুল্লা থানার পাগলাস্থ পর্যটন করপোরেশনের নিয়ন্ত্রণাধীন ভাসমান জাহাজ মেরী এন্ডারসন থেকে পহেলা এপ্রিল রাতে জেলা পুরিশ সাড়াসী অভিযান চালিয়ে বিশাল পরিমান বিদেশী মদ ও বিয়ারসহ ৬৮ জনকে আটকের পর ২৮ জনকে রিমান্ড চেয়ে আদালতে পাঠানোর পর আজ ৩ এপ্রিল বুধবার অতিরিক্ত চীফ জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট অশোক কুমার দত্তের আদালতে শুনানী সম্পন্ন করে । শুনানী শেষে আদালতের বিজ্ঞ বিচারক অশোক কুমার দত্ত ২৮ জন আমসামীকে রিমান্ড ও জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন ।
নারায়ণগঞ্জ আদালতের ইন্সপেক্টর হাবিবুর রহমান এমন তথ্য রিশ্চিত করে নারায়ণগঞ্জ নিউজ আপডেটকে বলেন, দুই পক্ষের আইনজীবীসহ রাষ্ট্রপক্ষ নানাভাবে আদালতে যুক্তি উত্থাপনের পর বিজ্ঞ বিচারক ২৮ জনকে কারাগারে পাঠায় ।
জানা যায়, দীর্ঘদিন যাবৎ বিনা বাধায় ফতুল্লার মাদকের নিরাপদ আস্তানা ভাসমান জাহাজ মেরী এন্ডারসনে চলমান ব্লক রেইড দিয়ে মাদক সেবী ও ব্যবসায়ী/কর্মচারী সহ ৭০ জনকে গ্রেফতার করে নারায়ণগঞ্জ জেলা পুলিশের একাধিক দল । এ ঘটনায় তোলপাড়ের সৃষ্টি হয় শহরজুড়ে । নিরাপদ মাদকের আস্তানা হিসেবে পরিচিত পাগলার মেরী এন্ডারসনে নানা ধরণের অপরাধের অভিযোগ ছিলো দীর্ঘদিন যাবৎ । প্রশাসনের কেউ এমন নিরাপদ আস্তানায় অভিযান চালাতে সাহস করতো না ।
এমন অভিযানের একদিন পর জেলা পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করে জানানো হয় সংসদ সদস্য শামীম ওসমানের শ্যালক তানভীর টিটু মেরী এন্ডারসন ও নারায়ণগঞ্জ ক্লাবের মাদকের শেল্টারদাতা ।

নিরাপদ মাদকের আস্তানা হিসেবে নারায়ণগঞ্জ ক্লাব ও মেরী এনাডারসনে বিশাল মাদকে হাট বাজারে পরিণত হয় আস্তানাগুলো ।
সাংবাদিকদের মঙ্গলবার (২ এপ্রিল) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মনিরুল ইসলাম এসব তথ্য জানান ।
মনিরুল ইসলাম বলেন, গ্রেফতার হওয়ার ৬৮ জনের বিরুদ্ধে ফতুল্লা মডেল থানায় মাদকদ্রব্য আইনে মামলা (নং-৪) দায়ের করা হয়েছে।
গ্রেফতারকৃতদের মধ্যে ২৫ জন মাদক ব্যবসায়ী এবং ৪৩ জন মাদকসেবন অবস্থায় গ্রেফতার হন। ২৫ মাদক বিক্রেতার কাছ থেকে ৪২ বোতল বিদেশী মদ, ৭৫ বোতল দেশী কেরো মদ, ১৯২০ ক্যান বিভিন্ন প্রকারের বিয়ার এবং মাদক বিক্রির ৪৮ হাজার ৯২০টাকা উদ্ধার করা হয়। এগুলোর কোন বৈধ কাগজপত্র তারা দেখাতে পারেনি। গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে।
মেরী এন্ডারসনে মদ ও বিয়ার উদ্ধার এবং গ্রেফতারের ঘটনায় তানভীর আহমেদ টিটুর নাম উল্লেখ করার প্রতিবাদে আলটিমেটাম ঘোষনা করেছেন ব্যবসায়ী সংগঠন।তার বিরুদ্ধে বায়বীয় অভিযোগ আনায় চরম ক্ষোভ দেখা দিয়েছে ব্যবসায়ীসহ পেশাজীবী মহলে। ব্যবসায়ীদের বিরুদ্ধে পুলিশ প্রশাসনের এ ধরনের অভিযোগ তুলে হয়রানী ও সম্মানহানীর যড়যন্ত্রের বিরুদ্ধে অচীরেই রাস্তায় নেমে আসার কর্মসূচী নিয়ে আসছেন।









Discussion about this post