রূপগঞ্জে রাস্তা পারাপারের সময় দ্রুতগামী মোটরসাইকেলের ধাক্কায় মো. মহরম আলী (৬০) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন।
শুক্রবার (৩ ফেব্রুয়ারি) সকাল ৮টার দিকে রূপগঞ্জে এ দুর্ঘটনা ঘটে।
নিহতের সহকর্মী মো. আবুল হোসেন বলেন, আমরা রূপগঞ্জের তেঁতলাব এলাকার একটি তোয়ালে ফ্যাক্টরিতে কাজ করি। সকালে নাস্তা খাওয়ার জন্য মহরম আলী রাস্তা পার হতে গেলে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নিহতের গ্রামের বাড়ি নোয়াখালীর সেনবাগে। তবে তিনি রূপগঞ্জে থাকতেন। নিহত এক ছেলে এক মেয়ের জনক।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।









Discussion about this post