চাঁদাবাজির শিকার হয়ে শহরের চাষাড়ায় গুলিবিদ্ধ ‘সুলতান ভাই কাচ্চি রেস্তোরাঁ’র ম্যানেজার সফিকুর রহমান কাজল (৫০) হত্যাকান্ড কে হিসেবে ৩০২ ধারা যুক্ত কিরে আদালতে রিমান্ডের শুনানী শেষে আসামী পিতা ও পুত্রের বিরুদ্ধে ২ দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত ।
মংগলবার (৭ ফেব্রুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জ আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউসার আলমের আদালতে শুনানী শেষে ২ দিবের রিমান্ড মঞ্জুর করেন।
এর পূর্বে (৬ ফেব্রুয়ারী সোমবার) নারায়ণগঞ্জ সদর থানার পুলিশ ৩ দিনের রিমান্ড আবেদন করলে আদালতের বিজ্ঞ বিচারক ২ দিনের রিমান্ড মঞ্জুর করে।
বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ কোর্ট ইন্সপেক্টর আসাদুজ্জামান ।
আদালত সূত্র থেকে জানা যায়, নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, এড. খোকন সাহাসহ আইনজীবী সমিতির অনেক নেতা আসামীর রিমান্ড বাতিলের জন্য জোর আবেদন করে জানান, এই মামলা ৩০৪ ধারায় হওয়ার কথা। ৩০২ ধারা যুক্ত করা সঠিক হবে না । আসামী পক্ষের প্রভাবশালী আইনজীবীদের যুক্তির পর রাস্ট্র পক্ষের কোর্ট দারোগা আদালত কে জানান, গেহে আসামী ঘোষনা দিয়ে পরিকল্পনা করেই অস্ত্র এনে গুলি করে আহত করে । আহত ব্যক্তি সাথে সাথেই মারা যেতে পারতো যা পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় । অতএব এটি হত্যাকান্ড । এমন যুক্তি পর রিমান্ড মঞ্জুর করে আদালত ।
জানা যায় গুলিবিদ্ধ কাজল চিকিৎসাধীন অবস্থায় সোমবার রাত ১০টা ১৫ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেকে) হাসপাতালে মারা যায়। যা নিশ্চিত করেছিলেন জানিয়েছেন নারায়ণগঞ্জ সদর থানা পুলিশ ও মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাড়ির ইনচার্জ বাচ্চু মিয়া ।
বিস্তারিত আসছে……









Discussion about this post