ফতুল্লায় শ্লীলতাহানির অভিযোগে মামলা করেছেন শিক্ষানবিশ এক নারী আইনজীবী।
শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে ফতুল্লা মডেল থানায় ওই শিক্ষানবিশ আইনজীবী বাদী হয়ে মামলাটি করেন।
মামলায় আসামি করা হয়েছে ফতুল্লার মুসলিমনগর এলাকার মৃত চান মিয়ার পুত্র মজিবুর রহমানকে (৫২)।
জানা যায়, ভুক্তভোগী আইনজীবী তার চাচাতো ভাইয়ের স্ত্রীর করা এক মামলার তদারকি করছিলেন। সে মামলার আসামি মজিবুর রহমান। মামলা লড়ার কারণে অভিযুক্ত মজিবুর রহমান ওই আইনজীবীকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন।
বৃহস্পতিবার দুপুরে ভাইয়ের স্ত্রীকে নিয়ে শহরের জেনারেল হাসপাতালে যাওয়ার পথে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে তার ওড়না ধরে টান দেয় আসামি মজিবুর রহমান। একই সঙ্গে তিনি ওই আইনজীবীকে জড়িয়ে ধরার চেষ্টা এবং অশ্লীল অঙ্গভঙ্গি করে। এক পর্যায়ে আইনজীবীর চিৎকারে আশপাশের লোক জড়ো হলে আসামি মজিবুর রহমান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে ঘটনাস্থল ত্যাগ করে।
মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার দারোগা শাহাদাত হোসেন বলেন, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিকে গ্রেফতারের চেষ্টা চলছে।









Discussion about this post