সোনারগাঁ উপজেলার মাদক বিরোধী অভিযান চালিয়ে পারভেজ (২৮) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। গতকাল রাতে তাকে ২৩ হাজার ৫শত ইয়াবাসহ আটক করা হয়।
আটককৃত মাদক কারবারী পারভেজ কক্সবাজার জেলার সদর উপজেলার মোহাজেরপাড়া গ্রামের আবু মিয়ার ছেলে।
সোনারগাঁ থানা পুলিশ জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষাঢ়িয়ারচর এলাকায় যাত্রীবাহি বাসে তল্লাসী চালিয়ে ২৩ হাজার ৫শত ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করেছে পুলিশ।
সোনারগাঁ থানার ওসি মাহাবুব রহমান জানান, গতকাল রাতে ২৩ হাজার ইয়াবাসহ এক মাদক কারবারীকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে।









Discussion about this post