মোঃ শাহজাহহান কবির ,আড়াইহাজার ( নারায়নগঞ্জ) প্রতিনিধি :
নারায়নগঞ্জের আড়াইহাজারে দুপক্ষের সংঘর্ষে নারী সহ অন্তত ৬ জন আহত হয়েছে । ঘটনাটি ঘটেছে গত রোববার সন্ধায় উপজেলার ব্রাম্মন্দী ইউনিয়নের ব্রাম্মন্দী ষাড় পাড়া গ্রামে।
জানা যায় ব্যবসার আধিপত্যকে কেন্দ্র করে ওই গ্রামের মঞ্জুর ও নান্নুর মধ্যে বাক বিতন্ডার এক পর্যায়ে উভয়ের মধ্যে সংঘর্ষ বেধে যায়। সংঘর্ষের এক পর্যায়ে নান্নু গ্রুপের লোকজন মঞ্জুর বাড়ীতে হামলা চালিয়ে ঘরের ভিতরে থাকা আসবাবপত্র ভাংচুর করে নগত ২ লাখ ২০ হাজার টাকা দেড় ভরি ওজনের স্বর্নালংকার এবং গোদাামে থাকা প্রায় ১লক্ষ টাকার ভুট্রার তৈরী চিপস লুট করে নিয়া যায়।
সংঘর্ষে মঞ্জু গ্রুপের মঞ্জুর (৩৬),নজরুল (৪০) শামীম ( ২৬) বিলকিছ (২৮) জোছনা (২৫) আলেয়া (৩০) আহত হন। তাদের হাসপাতালে আনতে নান্নুর লোকজন বাধা দিলে আড়াইহাজার থানা পলিশ গিয়ে তাদের উদ্ধার করে। স্থানীয়রা তাদের আড়াইহাজার উপজেলা সাস্থ্যকেন্দ্রে নিয়ে ভর্তি কররেন।
আড়াইহাজার থানার ওসি আক্তার হোসেন বলেন এ ব্যপারে থানায় মামলা হয়েছে আনিছ এবং কাওসার নামে দুই আসামীকে গ্রেফতার করে নারায়নগঞ্জ কোর্টে চালান দেওয়া হয়েছে।









Discussion about this post