সকাল থেকে থানার সামনের বৈঠকখানায় দফায় দফায় বৈঠক। ধর্ষিতার মা ধর্ষক গ্রেফতারকৃত লিটনের বিয়ে অথবা ২০ হাজার টাকায় মীমাংশার জন্য নানাভাবে তদ্বির । আড়াইহাজার থানার সেকেন্ড অফিসার ফাইজুর রহমান ধর্ষক লিটনকে গ্রেফতারের কথা স্বীকার করে । বিবাদীদের এক ঘন্টা সময় দেওয়া হয়েছে যদি ধর্ষিতাকে বিয়ে করে তবেই লিটনকে ছাড়া যেতে পারে বলেও মন্তব্য করেন । এমন ঘটনা জানাজানি হলে শেষ পর্যন্ত সন্ধ্যায় আড়াই হাজার থানায় মামলা দায়ের করা হয়েছে ।
আড়াইহাজার প্রতিনিধি :
উপজেলার প্রভাকরদী এলাকার নবম শ্রেনীর ছাত্রী(১৪) ১১ এপ্রিল বৃহস্পতিবার বিকেলে রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে একই এলাকার তোতা মিয়ার ছেলে লিটন মিয়া (২৪) ও মোঃ আলী মিয়ার ছেলে সাইফুল (২৫)তাকে জোর করে মুখে কাপড় চাপা দিয়ে পার্শ্ববর্তী মোবারক মিয়ার পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে সাইফুলের সহযোগিতায় লিটন মিয়া মেয়েটিকে ধর্ষণ করে । ঘটনায় শিকার কিশোরী মেয়ে বাড়িতে গিয়ে তার পিতা-মাতাকে ঘটনাটি জানালে তারা ধর্ষক লিটন ও সহযোগি সাইফুলের পিতাকে জানান। সাথে সাথে ধর্ষকলিটন ও তার সহযোগি সাইফুলের পরিবার স্থানীয় প্রভাবশালীদের নানাভাবে ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা চালায় ।
এ ঘটনায় ধর্ষিতার মা বাদী হয়ে আইড়াইহাজার থানায় মামলা দায়ের করলে শনিবার রাতে পুলিশ অভিযুক্ত লিটনকে (২৪) গ্রেফতার করেছে । এরপর সোমবার দিনভর চলে দেনদরবার ও বৈঠক । কখনো বিয়ে দেয়ার প্রস্তাব আবার কখনো টাকার বিনিময়ে ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা চলে । শেষ পর্যন্ত সন্ধ্যায় আড়াই হাজার থানায় মামলা দায়ের করা হয়েছে ।
জানা যায়, বৃহস্পতিবার (১১ এপ্রিল) বিকাল ৪টার দিকে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকার এক দরিদ্র কাঠ মিস্ত্রীর কন্যা নবম শ্রেনীর ছাত্রী (১৪) রাস্তা দিয়ে বাড়ি যাওয়ার পথে একই এলাকার তোতা মিয়ার ছেলে লিটন মিয়া (২৪) ও মো. আলী মিয়ার ছেলে সাইফুল (২৫) তাকে জোর করে মুখে কাপড় চাপা দিয়ে পার্শ্ববর্তী মোবারক মিয়ার পরিত্যক্ত গরুর খামারে নিয়ে যায়। সেখানে সাইফুলের সহযোগিতায় লিটন মিয়া মেয়েটিকে ধর্ষণ করে তাকে ঘটনাস্থলে ফেলে চলে যায়। পরে মেয়ে তার বাড়িতে গিয়ে তার পিতা-মাতাকে ঘটনাটি জানালে তারা লিটন ও সহযোগি সাইফুলের পিতাকে জানান।
এ ঘটনায় স্থানীয় ভাবে সমাধান করে দিবে বলে একটি প্রভাবশালী মহল তালবাহানা করে। তারা ভুক্তভোগীর পরিবারকে ২০ হাজার টাকার বিনিময়ে ঘটনাটি ধামাচাপার প্রস্তাব দেয় বলে জানান মেয়েটির মা। পরে মেয়েটির মা অভিযুক্ত লিটন ও সহযোগি সাইফুলের বিরুদ্ধে রবিবার রাতে আড়াইহাজার থানায় ধর্ষণের লিখিত অভিযোগ দায়ের করেন ৷
এ বিষয়ে আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আক্তার হোসেন বলেন, ধর্ষণের ঘটনায় অভিযুক্ত লিটনকে গ্রেফতারের পর মামলা দায়ের করা হয়েছে ।









Discussion about this post