আড়াইহাজার পৌরসভা নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনের প্রচার প্রচারণার শেষ দিনেও আচরণবিধি লঙ্ঘন করে উঠান বৈঠক ও নির্বাচনী সভায় অংশ নিয়েছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
শনিবার (১০ জুন) রাতে এই নির্বাচনী সভায় অংশ নেন তিনি।
আড়াইহাজার পৌরসভার নোয়াপাড়া গ্রামে এই উঠান বৈঠকটি অনুষ্ঠিত হয়। এসময় নৌকা মার্কার মেয়র প্রার্থী সুন্দর আলীর পক্ষে ভোট চান বাবু।
এর একদিন আগে নিজ বাসভবনে নৌকার প্রার্থীকে জেতাতে চেয়ারম্যানদের নিয়ে এমপি বাবু গোপন বৈঠক করেন বলে অভিযোগ করেন স্বতন্ত্র প্রার্থীরা।
নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার প্রচারণা শুরু আরও আগে থেকেই দলীয় প্রার্থীর পক্ষে নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবু।
গত (৭ মে) রোববার বাবুর নেতৃত্বেই আড়াইহাজার পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলী ও গোপালদী পৌরসভার আওয়ামী লীগের প্রার্থী এম এ হালিমের পক্ষে মিছিল করতে দেখা যায় বাবুকে। তখনও নির্বাচনের প্রতীক বরাদ্দ করা হয়নি।
এছাড়াও কোন ধরণের নিয়ম না মেনেই প্রতীক বরাদ্দের আগেও নিয়মিত প্রচারণা চালিয়েছেন আওয়ামী লীগের এই দুই প্রার্থী।
এর পরপরই গত (২৬ মে) এমপি বাবুর একটি ভিডিও ভাইরাল হয়।
সোমবার (৫ জুন) আওয়ামী লীগের প্রার্থী সুন্দর আলীর পক্ষে অটোরিকশায় বসে মিছিল নিয়ে স্লোগান দিতে দেখা গেছে এমপি বাবুকে৷ এ ঘটনায় রীতিমতো অসহায় হয়ে পড়েছেন স্বতন্ত্র প্রার্থীরা।
এসময় নিজ সমর্থক কর্মীদের নিয়ে আড়াইহাজারের মুকুন্দি থেকে বিশাল মিছিল নিয়ে বের হন বাবু। এসময় অটোরিকশায় বসে মাইকে স্লোগান দেন এবং নৌকার পক্ষে ভোট চান তিনি।
এমন একের পর এক আইন ভাংগার ঘটনায় ভোটারদের অনেকেই বলেন, একজন সংসদ সদস্য যখন বারবার এভাবে কর্মকাণ্ড চালানোর পরও কি কারণে এমন অপকর্ম দেখেও দেখে না তা কি কারো অজানা । একজন এমপি এমন কর্মকান্ডে কি প্রমাণ করে না নির্বাচন ঘিরে কেলেংকারী হতে পারে ।









Discussion about this post