বিচার শালিসি বৈঠককালে প্রতিপক্ষ সন্ত্রাসীদের ছুরিকাঘাতে রাজিব (২০) নামে এক যুবক নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
বৃহস্পতিবার (৬ জুলাই) সন্ধ্যায় ৬টা ৪০ মিনিটে বন্দর থানার নবীগঞ্জস্থ কামাল উদ্দিনের মোড়স্থ ওয়ালটন শোরুমের সামনে এ হত্যাকান্ডের ঘটনাটি ঘটে।
নিহত রাজিব বন্দর থানার ২৪নং ওয়ার্ডের কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে।
হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে বন্দর থানা পুলিশ বন্দর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে নিহতের লাশ উদ্ধারের পর সুরুতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য লাশ নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের র্মগে প্রেরণ করেছে।
এলাকাবাসী তথ্য সূত্রে জানা গেছে, অটো চুরি ঘটনা নিয়ে বন্দর থানার নবীগঞ্জ কাইতাখালি এলাকার তারা মিয়ার ছেলে রাজিব এর সাথে একই থানার নবীগঞ্জ কদমতলী রুপনগর এলাকার এমপি কালাম মিয়ার ছেলে রাতুলের সাথে পূর্ব বিরোধ ছিল।
বৃহস্পতিবার (৬ জুলাই) বিকেলে নবীগঞ্জ এলাকায় এ নিয়ে বিচার শালিস বসে। বিচার শালিসি চলাকালে এক পর্যায়ে রাতুলসহ কয়েকজন কিশোর সন্ত্রাসী কায়দায় ক্ষিপ্ত হয়ে এলোপাথারী ভাবে ছুরিকাঘাত করে কৌশলে পালিয়ে যায়।
পরে স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে এসে মুমুর্ষ অবস্থায় রাজিবকে উদ্ধার করে বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, হত্যাকান্ডের ঘটনার খবর পেয়ে সাথে সাথে ঘটনাস্থল পরিদর্শন শেষে লাশ উদ্ধার করে র্মগে প্রেরণ করি। অপরাধী গ্রেপ্তারের জন্য আমাদের অভিযান অব্যহত রয়েছে।
এ ব্যাপারে বন্দর থানায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন আবু বকর সিদ্দিক।









Discussion about this post