সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার একটি ফ্ল্যাট বাসা থেকে আনোয়ারা বেগম (৬০) নামে এক বৃদ্ধার অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দিবাগত গভীর রাতে উত্তর নিমাইকাশারি শহিদুল ইসলামের ভাড়াটিয়া বাড়ির পাঁচ তলার একটি ফ্ল্যাট থেকে ওই বৃদ্ধার লাশ উদ্ধার করা হয়।
পুলিশ ও ওই বৃদ্ধার স্বজনরা জানায়, বৃদ্ধা আনোয়ারা বেগম একজন গার্মেন্টস কর্মী ছিলেন। তার এক ছেলে, এক মেয়ে। সে এবং তার ছেলে সোহাগ নিমাইকাশারীর বাগমারা এলাকায় বসবাস করতেন। তার মেয়ে মনিরা আক্তার নিজ পরিবার নিয়ে যাত্রাবাড়িতে ভাড়া থাকেন। ঈদের দুদিন আগে ওই বৃদ্ধার ছেলে যাত্রাবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় আহত হলে তার বোনের বাসায় থাকার জন্য চলে যান। ওই বাসায় বৃদ্ধা একাই ছিলেন।
সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) মো. মোজাম্মেল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ওই বৃদ্ধা স্ট্রোক করে মারা গেছেন। তবুও আমরা লাশটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠিয়েছি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।









Discussion about this post