নারায়ণগঞ্জের ফতুল্লায় বাবা মায়ের কাছে স্মার্ট ফোন না পেয়ে অন্তর নামের এক কিশোরের আত্মহত্যার ঘটনার পর আবার জেলার বন্দর থানা এলাকায় প্রেমে ব্যর্থ হয়ে শিখা আক্তার (১৭) নামে এক স্কুল ছাত্রী নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করার খবর পাওয়া গেছে।
রোববার (৯ জুলাই) রাতে যে কোন সময়ে বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকায় এ ঘটনা ঘটে।
আত্মহননকারী স্কুল ছাত্রী শিখা আক্তার উল্লেখিত এলাকার শাহিন সরদারের মেয়ে।
এদিকে নিহতের স্বজনরা আত্মহত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য পুলিশে সংবাদ না জানিয়ে তড়িঘড়ি করে স্থানীয় কবরস্থান আত্মহননকারী স্কুল ছাত্রীর মৃতদেহ দাফন সম্পন করে।
এলাকাবাসী জানায়, কলাগাছিয়া ইউনিয়নের হাজরাদী এলাকার শাহীন সরদারের মেয়ে স্কুল ছাত্রী শিখা আক্তার অজ্ঞাতনামা এক ছেলের সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে। পরে প্রেম ঘটিত বিষয়টি স্কুল ছাত্রীর মা-বাবা জানতে পেরে বাধা নিষেধ করে। ওই ঘটনার জের ধরে গত রোববার যে কোন সময়ে নিজ ঘরের আড়ার সাথে গলায় ফাঁস লাগিয়ে গুরুতর আহত হয়। পরে বাড়ির স্বজনরা মুমূর্ষু অবস্থায় বন্দর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রীকে মৃত ঘোষণা করে। পরে আত্মহত্যার ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য তড়িঘড়ি করে লাশ কৌশলে হাসপাতাল থেকে বাড়িতে এনে জানাজা শেষে স্থানীয় কবরস্থানে লাশ দাফন সম্পন করে।
এ ব্যাপারে বন্দর থানার অফিসার ইনচার্জ মো. আবু বকর সিদ্দিক জানান, আত্মহত্যার বিষয়টি আমার জানা নেই। এলাকাবাসীও বিষয়টি আমাদের অবগত করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।









Discussion about this post