রাজাকারের নাতির হাতে আওয়ামী লীগের নেতাকর্মীরা মার খায়। আলীরটেকের চেয়ারম্যান জাকির জামাতের লোক। আমরা মাঠে থাকি, বক্তব্য রাখি, শান্তি সমাবেশ করি তবু এই ১৫ বছরে কেন এই আসনে নৌকার প্রার্থী নেই। এখন আমাদের কারো সাহায্যের দরকার নেই। আমরা আওয়ামী লীগ দিয়ে আওয়ামী লীগ সেনা গঠন করবো।’
এভাবেই সমালোচনা করে নারায়ণগঞ্জের দুইটি আসনের জাতীয় পাটির সংসদ সদস্যদের উদ্দেশ্য করে কঠোর ভাষায় মন্তব্য করেছেন নারায়ণগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই।
আবদুল হাই আরো বলেন, নারায়ণগঞ্জ-৫ আসনে নৌকা না থাকায় বন্দরে দু’জন রাজাকারের ছেলে চেয়ারম্যান হয়েছে ।
রোববার (১৬ জুলাই) বিকেলে জেলা শিল্পকলা একাডেমিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।
তিনি আরও বলেন, কি অপরাধে আমাদের লাঙ্গলের চাষ করতে হবে। লাঙ্গলের বোঝা বইতে গিয়ে আমাদের কাঁধে দাগ পরে গেছে। আমরা লাঙ্গলের বোঝা নিতে চাইনা। আমরা ৫টি আসনে নৌকা চাই। নারায়ণগঞ্জের ৫ টি আসনে নৌকা পাশ না করলে কোথায় পাশ করবে ! এখানে জাতীয় পার্টির এক এমপি ক্লাস এইট পাশ নাকি সিক্স পাশ আমি জানিনা । নারায়ণগঞ্জ শহরে যেখানে সিটি করপোরেশন আছে, সেখানে জাতীয় পার্টির একজনকে দেওয়া হলো। সামনে যদি জোট থাকে তাহলে এই দুইটা সিট বাগেরহাটে দিয়ে দেন। দিনাজপুরে দেন। কিন্তু নারায়ণগঞ্জে না।
এ সময় আরও উপস্থিত ছিলেন আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান কবির বিন আনোয়ার, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী, জেলা সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ বাদল, আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য আনিসুর রহমান দিপু, সাবেক নারী সংসদ সদস্য হোসনে আরা বাবলি, জেলা কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জি এম আরাফাত, কেন্দ্রীয় শ্রমিক লীগের সাংগঠনিক সম্পাদক কাউসার আহাম্মেদ পলাশ প্রমুখ।









Discussion about this post