কোন লোভে আর কিসের আশায় পুলিশ বাহিনীর কিছু অসাধু ব্যাক্তি বারবার চিহ্নিত অপরাধীদের পাশে বসিয়ে প্রকাশ্যেই সভা সমাবেশ করে তা বোধগম্য নয় । বিগত সময়েও চিহ্নিত মাদক মামলাসহ একাধিক মামলার আসামীকে পাশে বসিয়ে বন্দর থানা পুলিশ চরম বিতর্কের মধ্যে পরে। এমন বিতর্কের পরেও শিক্ষা হয় না বন্দর থানা পুলিশের। ২০২১ সালের মার্চ মাসে তৎকালীন সময়ে মাদক মামলার কুখ্যাত আসামী দুলাল প্রধানকে বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও উপ পরিদর্শকের মাঝে বসিয়ে চরম বিতর্কের সৃষ্টি করে । শুরু হয় তোলপাড় ।
এমন ঘটানর পর আবারো নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২৪নং ওয়ার্ডে চিহিৃত সন্ত্রাসী, ধর্ষণসহ একাধিক মামলার আসামি আমজাদের সভাপতিত্বে বিট পুলিশিং সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) বিকেলে বক্তারকান্দি এলাকায় মাদক, ইভটিজিং, কিশোরগ্যাং প্রতিরোধে স্থানীয়দের সাথে মতবিনিময় আয়োজন করা হয়। এ সময় বক্তারকান্দি এলাকার সন্ত্রাসী খন্দকার আমজাদ ওই সভার সভাপতিত্ব করেন।
বিট পুলিশিং সভায় খন্দকার আমজাদ হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বন্দর থানার অফিসার ইনচার্জ আবু বক্কর সিদ্দিক।
এতে সচেতন মহলসহ স্থানীয়রা চরম ক্ষোভ প্রকাশ করে বলেন, বন্দরে ২৪নং ওয়ার্ডের বক্তারকান্দি এলাকার চিহিৃত ভূমিদস্যু, মাদক ও ধর্ষণ মামলাসহ একাধিক মামলার আসামি খন্দকার আমজাদের সভাপতিত্বে বন্দর থানা আইনশৃঙ্খলা বাহিনী কর্মকতার্ ওসি মহোদয় কিভাবে বিট পুলিশিং সভা করে। এই বিট পুলিশিং সভায় প্রধান অতিথি ওসি আবু বকর ছিদ্দিকের পাশেই বসা কুখ্যাত সন্ত্রাসী আমজাদ। এই আমজাদ তার সন্ত্রাসী কার্যকলাপের জন্য তাকে বল্টু আমজাদ উপাধী দেয়া হয়। এছাড়াও ওসির বাম পাশে বসা সাদা টুপি ও সাদা পাঞ্জাবী পড়া চিহিৃত মাদক ব্যবসায়ী বাছেদ। বিগত সময়ে ৫’শ পিস ইয়াবাসহ বন্দর থানা পুলিশ তাকে গ্রেফতার করেছিল। এমন বিতর্কিত লোক নিয়ে বন্দর পুলিশের বিট পুলিশের সভা কি ইঙ্গিত বয়ে আনে। একজন দায়িত্বশীল ওসির কাছ থেকে আমরা এমন ঘটনা মোটেই আশা করিনা। আমরা এমন সভা বর্জন করি। এবং তীব্র নিন্দা জানাই।
এমন ঘটনায় উপস্থিত অনেকেই নানাভাবে সমালোচনা করে বলেন, “নারায়ণগঞ্জে বদলী হয়ে আসতে লাখ লাখ টাকা গুণতে হয় । সেই টাকা তুলতে তো এই অপরাধীদের ই তোষামোদি তো করতেই হয়। কোন ভালো মানুষ তো আর ওই টাকা ঘুষ দিবে না। উৎকোচ বা ঘুষ পেতে হলেই তো এই অপরাধীদেরকেই তোয়াজ করতে হবে । তাই অপরাধীদের প্রতিনিয়তঃ লালন পালন করে পুলিশ !“









Discussion about this post