দীর্ঘদিন যাবৎ নিজেকে সিদ্ধিরগঞ্জ থানা ও ডিবি পুলিশের সোর্স পরিচয় দিয়ে শ্বশুড়, শাশুড়ী , চারজন শ্যালিকা, স্ত্রী নাসরিনসহ পুরো পরিবারকে নিয়ে বিশাল মাদক সাম্রাজ্য চালিয়ে আসছিলো সিদ্ধিরগঞ্জের অন্যতম মাদক ব্যবসায়ী ইলিয়াস। এই ইলিয়াস এতাটাই প্রতাপশালী ও ধূর্ত ছিলো যে তার ট্রাক স্ট্যান্ডের মাদক কারবার যেন ওপেন সিক্রেট । প্রকাশ্যেই সেই সাত খুনের অন্যতম ফাঁসির আসামী নূর হোসেন স্টাইলে মাদকের কারবার চালিয়ে আসছিলো ইলিয়াস চক্র। এই ইলিয়াসসহ চারজন মাদক কারবারী গ্রেফতার হলে তাদের ছাড়াতে ১০ লাখ টাকা ঘুষ নেয় ব্যাপক দৌড়ঝাপ চালায় ইলিয়াসের স্ত্রী নাসরিন।
শেষ পর্যন্ত সিদ্ধিরগঞ্জে ফেন্সিডিলসহ সেই ইলিয়াসসহ চার মাদক ব্যবসায়ীকে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ ডিবি।
গ্রেপ্তারকৃতরা হলো- মো. ইলিয়াস হোসেন (৩২), মো. রুবেল (২৮), মোঃ ইমু (২৫) ও হুসাইন (২৩)।
শনিবার (২২ জুলাই) রাতে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সিদ্ধিরগঞ্জের ৪নং ওয়ার্ডের শিমরাইল টেকপাড়া এলাকা থেকে তাদেরকে ওই ফেনসিডিলসহ গ্রেপ্তার করা হয়।
রবিবার (২৩ জুলাই) বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন।
গ্রেপ্তারকৃত মো. ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জসহ বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছেন ডিবির ওসি আল মামুন।
ডিবি পুলিশ জানায়, শনিবার ভোর রাতে ডিবি পুলিশের এসআই শিবলী কায়েছ মীর, এসআই আতিকুর রহমান ও এসআই শাকিব হাসানের নেতৃত্বে একটি দল শিমরাইল টেকপাড়া এলাকায় সিদ্ধিরগঞ্জের চিহিৃত মাদক ব্যবসায়ী ইলিয়াস আস্তানায় অভিযান চালায়।
এসময় মাদক ব্যবসায়ী মো. ইলিয়াস, তার ভায়রা মো. রুবেল, শ্যালক মো. ইমু ও সেলসম্যান হুসাইনকে গ্রেপ্তার করে। পরে তাদের দেহ তল্লাশী করে ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা পুলিশ ডিবির ওসি আল মামুন নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, ফেনসিডিল উদ্ধারের ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। গ্রেপ্তারকৃত ইলিয়াস সিদ্ধিরগঞ্জের চিহ্নিত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে।









Discussion about this post