বন্দরে নৈশপ্রহরী জয়নাল আাবেদীন (৬৫) হত্যা মামলায় মো. রবিউল (২১) নামে এক ডাকাতকে গ্রেপ্তার করেছে র্যাব-১১ এর একটি টিম।
র্যাব জানায়, বন্দরের সোনাকান্দি কবরস্থান রোড এলাকায় একটি ভবনের নির্মাণ সামগ্রী পাহারা দেয়ার জন্য নাইটগার্ড হিসেবে ভিকটিম জয়নাল আবেদীনকে নিয়োগ দেওয়া হয়। জয়নাল আবেদীন বিগত ৩-৪ মাস নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে আসছিলেন।

গত ২২ জুলাই (শনিবার) রাতে ডাকাতদল উক্ত ভবনে ডাকাতির চেষ্টা করে। এ সময় ভিকটিম জয়নাল আবেদীন ডাকাতি কাজে বাধা দিলে ডাকাতরা ভিকটিমকে পেটে ছুরিকাঘাত করে গুরুতর জখম করে পালিয়ে যায়। রাত আনুমানিক সাড়ে ৩টায় জয়নাল আবেদীন পেটে গামছা বেধে নিজ হাতে চেপে ধরে বাসায় যান।









Discussion about this post