‘খেলা হবে’। শামীম ওসমানের সেই ‘খেলা হবে’ শ্লোগান নিয়ে বাংলা ভাষাভাষী দেশে বিদেশ সর্বত্র শুরু হয়েছে আলোচনা সমালোচনা।
এই স্লোগানের জন্য শামীম ওসমান সারাদেশে বেশ আলোচিত। দেশে তো বটেই, দেশের সীমানা ছাড়িয়ে তা এখন পশ্চিমবঙ্গেও বেশ জনপ্রিয়।
এবার সেই স্লোগান নিয়ে সিনেমা বানাতে যাচ্ছে চলচ্চিত্র প্রযোজনা প্রতিষ্ঠান টিএম ফিল্মস। আর সেই সিনেমায় বিশেষ চরিত্রে দেখা যেতে পারে শামীম ওসমানকে।
এ রকম গুঞ্জন শোনা যাচ্ছে বেশ কয়েক দিন ধরে। মিডিয়াপাড়ায় কান পাতলে শোনা যায় ‘খেলা হবে’ শিরোনামে টিএম ফিল্মস সিনেমা নির্মাণ করতে যাচ্ছে, যা কয়েক দিনের মধ্যে ঘোষাণা দেবে টিএম ফিল্মস।

বৃহস্পতিবার (৩ আগস্ট) গায়ক, সুরকার, সংগীত পরিচালক ও গানবাংলা টেলিভিশনের প্রধান নির্বাহী কৌশিক হোসেন তাপস তার ফেসবুক পেজে এমপি শামীম ওসমানের সঙ্গে ছবি পোস্ট করেন। সঙ্গে তিনি লিখেছেন ‘খেলা হবে’। সেই পোস্টে অনেকে মন্তব্য করেছেন এবং শুভ কামনা জানাচ্ছেন।
এদিকে টিএম নেটওয়ার্কে যোগাযোগ করা হলে হেড অব পাবলিক রিলেশন্স রুদ্র হক গণমাধ্যমকে বলেন, চমক আছে। এখনই কোনো কিছু বলা যাবে না। কিন্তু কোনো কিছু একটা হবে। তা শিগগির জানানো হবে।

এদিকে টিএম ফিল্মসের চেয়ারপারসন ফারজানা মুন্নি মঙ্গলবার (১ আগস্ট) রাতে দুটি সিনেমা নির্মাণের ঘোষণা দেন। এর মধ্যে জনপ্রিয় নির্মাতা রায়হান রাফি নির্মাণ করবেন একটা। আরেটা নির্মাণ করবেন জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত ও দর্শকনন্দিত চলচ্চিত্র ন’ডরাই এর পরিচালক তানিম রহমান অংশু।
বর্ণাঢ্য আয়োজনে দুটি চলচ্চিত্র নিয়েই বিস্তারিত জানাবে টিএম ফিল্মস। জাঁকজমকপূর্ণ আয়োজনে আন্তর্জাতিক মানের চলচ্চিত্র নির্মাণের অঙ্গীকার নিয়ে ২০১৯ সালের সেপ্টেম্বরে গানবাংলা টেলিভিশনের মিউজিক ফর পিস কনসার্টে দেশীয় চলচ্চিত্রের তারকাদের উপস্থিতিতে টিএম ফিল্মস যাত্রা শুরুর ঘোষণা দেয়।









Discussion about this post