মাদক ব্যবসায়ীচক্র কতটা ভয়ংকর হয়ে উঠেছে তার প্রমাণ আবারো করেছে সোনারগাঁয়ের মাদক ব্যবসায়ীরা। সোনারগাঁয়ের মতো নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ, নলুয়াপাড়া, ডিআইটি, পাইকপাড়া, দেওভোগ, বাবুরাইল, গলাচিপা, টানবাজার, বাসস্ট্যান্ড, কালীরবাজার, চাষাড়া বালুর মাঠ, চাষাড়া, ডনচেম্বার, খানপুর, আমলাপাড়াসহ জেলায় অসংখ্য মাদক কারবারীদের হাতে রয়েছে অবৈধ আগ্নেয়াস্ত্র।
আগ্নেয়াস্ত্র ছাড়াও এই মাদক ব্যবসায়ীচক্র ক্লোজসার্কিট ক্যামেরা স্থাপন করে পুরো অঞ্চল পর্যবেক্ষণের মাধ্যমে মাদক ব্যবসা চালিয়ে যাচ্ছে নির্বিঘ্নে । আর এমন ভয়ংকর অপরাধের নেপথ্যে পুলিশের অসাধু সদস্যরা (ক্যাশিয়ার) নিয়মিত মাসোয়ারা আদায়ের গুরুতর অভিযোগও রয়েছে ।
এভাবেই নারায়ণগঞ্জের সর্বত্র চলচ্ছে মাদক কারবারীদের দৌড়াত্ম। আইনশৃঙ্খলা বাহিনীর অসাধু সদস্যদের এমন কর্মকাণ্ডেই দিন দিন বৃদ্ধি পাচ্ছে অপরাধীদের আস্ফালন ।
সোনারগাঁয়ে মাদক ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে সংঘর্ষে ডালিম ও ফেরদৌস নামে গুলিবিদ্ধ দুই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।
শুক্রবার রাতে সোনারগাঁয়ের পাকুন্দা এলাকায় এ ঘটনা ঘটে।
ঢামেক পুলিশ ফাঁড়ির ইনচার্জ বাচ্চু মিয়া জানান, আহতদের ঢামেকের জরুরি বিভাগে চিকিৎসা দেয়া হচ্ছে। গুলিবিদ্ধ দু’জনই রূপগঞ্জের মর্তুজাবাদ এলাকার বাসিন্দা।
গুলিবিদ্ধ ফেরদৌসের ভাই শান্ত ইসলাম জানান, শুক্রবার রাত সাড়ে নয়টায় বাবুরবাজার খেলার মাঠে মাদক ব্যবসার নিয়ন্ত্রণ নিয়ে শ্যুটার রিয়াজ ও আলী গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। এতে দুইজন গুলিবিদ্ধ এবং তিনজন আহত হন।
সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) আহসান উল্লাহ জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। থানায় এ বিষয়ে এখনো কেউ অভিযোগ করেননি।









Discussion about this post