২০২১ সালের ৩ এপ্রিল নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের একটি রিসোর্টে নারীসহ হেফাজতে ইসলামের যুগ্ম-মহাসচিব মামুনুল হককে আটক করে স্থানীয় সাংবাদিক, পুলিশ, আওয়ামী লীগ সমর্থিত নেতাকর্মী ও সাধারণ জনতা। এমন ন্যাক্কার জনক ঘটনায় মামুনুল হকের ধর্ষনের শিকার ওই নারী জান্নাত আরা ঝর্ণা কে আটক করে পুলিশ । ঘটনার পর তাৎক্ষনিকভাবে হেফাজত ইসলামীর নেতাকর্মীরা সোনারগাঁয়ে উপস্থিত হয়ে ব্যাপক তান্ডব চালিয়ে মামুনুল হক কে ছিনিয়ে নেয়। ওই ঘটনায় মামুনুল হকের বিরুদ্ধে জান্নাত আরা ঝর্ণা সোনারগাঁয়ে বিয়ের প্রলোভনে রিসোর্টে ধর্ষনের অভিযোগ তুলে মামলা দায়ের করলে আটক হয়ে বিচারের কাঠগাড়ায় হেফাজতের এই নেতা। এমন ঘটনার এতোদিন পর সেই সোনারগাঁয়ের নেতাদের পেটানোর ঘোষনা দিয়েছেন হেফাজত ইসলামীর নেতারা । যা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ।
অনেকেই এমন হুমকির ঘটনায় সমালোচনা করে বলেছেন, “কোন যুক্তিতে হেফাজত ইসলামীর নেতাকর্মীরা একজন লম্পট নেতার জন্য উল্টো প্রকাশ্য হুমকি দয়ে বেড়াচ্ছে। গোয়ার্তুমি, মিথাচার, পাপাচার, লাম্পট্য, স্বার্থ হাসিল করতে নানা অপকর্ম অনেকেই করতে পারেন । কিন্তু পবিত্র ইসলাম ধর্ম কোন অবস্থাতেই কি উল্লেখিত এই অপরাধকে সমর্থন করে ? পবিত্র ইসলাম ধর্মের কোথাও কি কাউকে পেটানোর অনুমতি দিয়েছে ? তাইলে এই শহীদ মিনারে দাঁড়িয়ে এরা কারা ইসলামের কথা বলেন ?”
সোনারগাঁ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোহাগ রনি ও উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নুকে পেটানোর ঘোষণা দিয়েছেন মহানগর উলামা পরিষদের সহ-সভাপতি কামাল উদ্দিন দায়েমী।
শুক্রবার আলেমদের মুক্তি ও কাদিয়ানিদের কাফের ঘোষণার দাবিতে মহানগর উলামা পরিষদের উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশে এ ঘোষণা দেন তিনি।
নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে বিকেলে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।বক্তব্যের শেষ দিকে এসে তিনি বলেন, সোনারগাঁয়ের রনি আজকে থেকে ঘোষণা হয়ে গেছে, আমি মাওলানা ফেরদাউসের নেতৃত্বে আমরা তোমাকে পিটাইতে চাই। কারা কারা রাজি আছো হাত উঁচিয়ে দেখাও।
আমরা নান্নুকে (উপজেলা যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম নান্নু) পিটাইতে চাই। এই নারায়ণগঞ্জের মাটিতে যারা মাওলানা মামুনুল হককে লাঞ্চিত করেছে, যাদের কারনে জেলে গিয়েছে, অপমান করেছে তাদের পিঠের চামরা দিয়ে ঘুড়ি উড়াইতে চাই।
তিনি আরও বলেন, সরকার বাহাদুর রআপনি ভাইবেন না- ফেরাউন সাড়ে চার শ’ বছর ক্ষমতায় ছিল। ফেরাউনের লাশটা কিন্তু এখনো থু থু দেয়ার জন্য আল্লাহ এখনো রেখে দিয়েছেন। এ ক্ষমতা চিড় স্থায়ী নয়।
ক্ষমতার মসনদন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। তখন দৌড়ে পালানোর জন্য তোমাদের লুঙ্গীও থাকবে না। কুকুরের মতো দৌড়ে দৌড়ে পিটাবো।









Discussion about this post