নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লা থানা এলাকার সেই ক্রাইমজোনখ্যাত কাশিপুর ইউনিয়নের গিরিঙ্গি মার্কেট এলাকার সেই কুখ্যাত ভূমিদস্যু ও জোড়া খুনের আসামী আসলাম ওরফে ধোপা আসলাম ওরফে তারকাটা আসলামের বহুতল ভবনের কয়েকটি ফ্লোরে রহস্যজনক ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে ।
শনিবার দিবাগত রাত সাড়ে বারোটায় ভয়াবহ বিস্ফোরণের ওই ভবনের কয়েকটি ফ্লোরে দরজা জানালা দেয়াল ভেঙ্গে পরে ৷ একই সাথে কয়েকজন উপর থেকে ছিটকে নীচে পড়ে গুরুতর আহত হন।
আহতরা হলেন- গিরিঙ্গি মার্কেট এলাকার হোসিয়ারি কারখানার মালিক সবুজ খন্দকার, পোশাক কারখানার শ্রমিক রানা মিয়া, তার স্ত্রী বীথি আক্তার, তাদের এক শিশু, ফল ব্যবসায়ী আবু কালাম। এছাড়া আহত আরও একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে
এমন বিস্ফোরণের ঘটনায় ৬ জনকে গুরুতর দগ্ধ অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়ে আনা হলে দগ্ধদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ণ ইউনিট অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে প্রেরণ করেন চিকিৎসক নাজমুল হোসেন।
এমন বিস্ফোরণের ঘটনায় নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন ঘটনাস্থলে উপস্থিত হয়ে জানান, বিস্ফোরণে পাঁচতলা ফ্ল্যাটের দেয়াল ভেঙ্গে নিচে পড়ে পাশের বাড়ির একটি আধাপাকা ঘরের চালাসহ আসবাবপত্র ভেঙ্গে গেছে। পাশাপাশি ওই ফ্ল্যাটের দরজা ও জানালাও ভেঙ্গে গেছে। আগুনে ঘরের আসবাবপত্র পুড়ে গেছে। বিস্ফোরণে দগ্ধ ও আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখনই এই বিস্ফোরণের কারণ বলা যাচ্ছে না। তদন্তের পর বিস্ফোরণের ঘটনার কারণসহ ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।
এমন রহস্যজনক বিস্ফোরণের পর সেই আসলাম কে খুজছে এলাকার শত শত মানুষ ।
এ সময় অনেকেই বলেন, ‘এই আসলামের বিরুদ্ধে জোড়া খুন, ভূমিদস্যুতা, দ্বিতীয় স্ত্রীকে হত্যা করে দ্রুত নিজ উঠানেই দাফন ছাড়াও বিগত সময়ে মোটা অংকের টাকার বিনিময়ে বোমা সাপ্লাইয়ের গুরুতর অভিযোগ রয়েছে। ২নং বাবুরাইলের বিএনপির সেই বোরহান কে দিয়ে বোমা বানানোর সময় পুরো বাড়ি বিস্ফোরণে উড়ে গিয়ে বোরহান মৃত্যুবরণ করলেও সেই রহস্য এখনো রয়ে গেছে অজানা ৷ জোড়া খুনসহ অসংখ্য প্রতারনার মামলার আসামী আসলাম বিএনপির নেতাদের শেল্টারেই সেই ধোপা আসলাম এখন কোটি কোটি টাকা ও অসংখ্য জমির কর্ণধার। আর এখন এই প্রেক্ষাপটে আওয়মীলীগের স্থানীয় নেতা ও বিএনপির নেতাদের সাথে সখ্যতা রেখে ভূমিদস্যুতাসহ নানা কর্মকান্ড চালিয়ে যাচ্ছে ।’









Discussion about this post