দিনাজপুর জেলার ফুলবাড়ী থানা এলাকায় অপহরণ চক্রের মূলহোতা মো. হানিপুর রহমান ওরফে আরিফুলকে (৩২) কুতুবপুর এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব-১১।
একই সাথে এ সময় উদ্ধার করা হয় অপহৃতকে ।
গ্রেফতারকৃত আসামী’এবং উদ্ধারতকৃত ভিকটিমকে পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে ।
গ্রেফতারকৃত আরিফুল লালমনিরহাট জেলার পাটগ্রাম থানাধীন মির্জারকোর্ট (মাজার) এলাকার মো. মজিদ হোসেন ওরফে সিরাজুল ইসলাম ও হামিদা বেগম দম্পতির পুত্র।
সোমবার বিকেলে র্যাব-১১ এর সিনিয়র এএসপি ও মিডিয়া অফিসার মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামী দিনাজপুর জেলার ফুলবাড়ী থানায় নারী ও শিশু নির্যাতন আইনে দায়েরকৃত একটি মামলার এজাহারনামীয় পলাতক আসামী ও অপহরণ চক্রের মূল হোতা। অপহরণকারী ও অপহৃত পূর্ব পরিচিত। অপহৃত স্কুল ছাত্রী নানীর বাড়িতে থেকে এবছর এসএসসি পরীক্ষা দিয়েছে। প্রেমের প্রস্তাবে রাজী না হওয়ায় এসএসসি পরীক্ষার্থীকে গত ২১ জুলাই আরিফুল ও তার সহযোগীরা অপহরণ করে। ঘটনার পর থেকে উক্ত আসামী আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কর্তৃক গ্রেফতার এড়ানোর জন্য আত্মগোপনে ছিল। অপহরণ চক্রের মূলহোতা পলাতক আসামীকে গ্রেফতারের ও ভিকটিমকে উদ্ধারের লক্ষ্যে র্যাব-১১ এর একটি টিম সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানাধীন কুতুবপুর এলাকা থেকে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয় এবং তাহার হেফাজত হতে ভিকটিমকে (১৬) উদ্ধার করা হয়।









Discussion about this post