ফতুল্লায় একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এই সময় গ্রেপ্তার করা হয়েছে ৫ জনকে।
মঙ্গলবার দিবাগত রাত আনুমানিক তিনটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে পাগলা পশ্চিমপাড়া এলাকায় এই অভিযান চালানো হয় বলে জানান জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল।
বুধবার (১৬ আগষ্ট) বিকেলে এক সংবাদ সম্মেলনে এসপি বলেন, জেলা পুলিশের কাউন্টার টেররিজম ইউনিটের এই অভিযানে ২৫০ কেজি গাঁজা, ২০০০ পিস ইয়াবা, ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। এই পরিমাণ মাদকের বাজারমূল্য অন্তত এক কোটি টাকা বলেন জানান তিনি।
পুলিশ জানায়, অভিযানে ফতুল্লার কুতুবআইল এলাকার মৃত মেবারক হোসেনের ছেলে খালিদ হাসান রবিন (৩৪), সিদ্ধিরগঞ্জের নিমাইকাশারী এলাকার মৃত জুলহাস মিয়ার ছেলে মো. আকাশ (৩০), ফতুল্লার পাগলা পশ্চিমপাড়ার মোখলেছুর রহমানের ছেলে ইমরান রহমান মিঠুন (৩২) ও পূর্ব দেলপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে মো. আক্তার হোসেন ওরফে আবির ওরফে কিলার আক্তার (৩৪) এবং বরগুনা জেলার আমতলী গেরাবুনিয়া এলাকার মো. খলিল হাওলাদারের ছেলে মো. কাউছার (২৩) নামে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।
গোলাম মোস্তফা রাসেল বলেন, আসামিরা মাদক ব্যবসার সাথে জড়িত। তারা গোপনে ভারত থেকে কুমিল্লা বর্ডার এলাকা দিয়ে মাদক এনে তা কাভার্ডভ্যানে করে ফতুল্লার ওই বাড়িতে মজুত করে। বাড়িটি গ্রেপ্তার আসামি মিঠুনের নিজের বাড়ি। এসব মাদক তারা রাজধানী ঢাকা ও আশেপাশের এলাকায় পাইকারি দরে বিক্রি করার পরিকল্পনায় ছিল। আসামিদের বিরুদ্ধে মাদক ও হত্যাসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে।
গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ফতুল্লা মডেল থানায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে বলেও জানান এসপি।









Discussion about this post