নারায়ণগঞ্জে গোয়েন্দা শাখার (ডিবি) পরিচয়ে মৃণাল কান্তি রায় নামের এক ব্যবসায়ীকে অপহরণ ও টাকা লুট করে যাওয়ার সময় চেকপোস্টে ৬ জনকে আটক করেছে পুলিশ ৷
বৃহস্পতিবার (২৪ আগস্ট) রাতে সোনারগাঁ উপজেলার পাকুন্দা এলাকা থেকে তাদের আটক করার কথা জানান জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাইলাউ মারমা ৷
এ সময় অপহরণের শিকার ব্যক্তি ও তাকে জিম্মি করে লুটে নেওয়া টাকা উদ্ধার করেছে পুলিশ ৷
এছাড়া আটক ব্যক্তিদের বহনকারী মাইক্রোবাস থেকে চারটি মোবাইল ফোন, একটি খেলনা পিস্তল, ডিবি পুলিশ লেখা কটি, অকেজো ওয়ারলেস, এক জোড়া পুলিশের হাত কড়া, চাইনিজ কুড়াল, টর্চ লাইট ও লাঠিসোটা জব্দ করার কথা জানানো হয় সংবাদ সম্মেলন করে ৷
শুক্রবার দুপুরে সম্মেলন করে চাইলাউ মারমা বলেন, আটক ব্যক্তিরা আন্তঃজেলা ডাকাত চক্রের সদস্য৷ তাদের মধ্যে একজন সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট৷ তারা আইনশৃঙ্খলা বাহিনী পরিচয়ে লোকজনকে জিম্মি করে তাদের টাকা ও মূল্যবান জিনিসপত্র লুটে নেয় ৷
আটক ব্যক্তিরা হলেন- বরিশালের বানারীপাড়া উপজেলার মৃত আব্দুল হাকিমের ছেলে শামিম হোসেন (৩৫), উজিরপুর উপজেলার মৃত আলী আহাম্মেদের ছেলে সেনাবাহিনীর বহিষ্কৃত সার্জেন্ট মো. মিলন (৪৬), সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলাক মজিদ সরকারের ছেলে আরিফুল ইসলাম (২৬), জামালপুরের মাদারগঞ্জ উপজেলার নজরুল ইসলামের ছেলে নাহিদুল ইসলাম (৩৩), কুমিল্লার মুরাদনগর উপজেলার বাদশা আলমের ছেলে রায়হান সরকার মামুন (৩০) ও ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার ফুল মিয়ার ছেলে মো. নয়ন (২৬) ৷
অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) চাই লাউ মারমা জানান, বৃহস্পতিবার রাতে সোনারগাঁ পাকুন্দিয়া চেকপোস্টে ডিউটিরত ছিল পুলিশ। এ সময় একটি হাইয়েস গাড়ি থেকে চিৎকার শুনে পুলিশ এগিয়ে গিয়ে ভিকটিমকে উদ্ধার করে এবং ছয়জনকে আটক করে। প্রাথমিক তথ্যে জানা যায়, এশিয়ান হাইওয়ে রোডের একটি কারখানার সামনে থেকে বিআরটিসি বাসের যাত্রি মৃনাল কান্তিকে ডিবি পরিচয় দিয়ে নিজেদের হাইয়েস গাড়িতে করে অপহরণকালে তার কাছ থেকে ৯০ হাজার টাকা ছিনিয়ে নেয় ডাকাতদল। এ সময় চেকপোস্টে পুলিশ দেখে ভুক্তভোগী চিৎকার করলে ভুয়া ডিবি পুলিশের আড়ালে ডাকাতের দল ধরা পড়ে।









Discussion about this post