নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ৫ নম্বর ওয়ার্ড পঞ্চায়েত কমিটির সভাপতি ও আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান (৫৬) ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।
ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।
বুধবার বিকালে মৃত্যুর কথা নিশ্চিত করেছেন তার ছোট ভাই কবির হোসেন।
মৃত্যুকালে তিনি চার সন্তান ও স্ত্রীসহ অসংখ্য পরিবারের সদস্য রেখে গেছেন।
কবির হোসেন জানান, গত কয়েকদিন যাবত ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে অসুস্থ ছিলেন আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান। দুদিন আগে সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডস্থ প্রো-অ্যাক্টিভ হাসপাতালে চিকিৎসা নেওয়ার সময়ে অবস্থার বেগতি ঘটে। পরে সেখান থেকে মঙ্গলবার ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। ওইখানে চিকিৎসাধীন অবস্থায় আজ বিকালে মৃত্যুবরন করে।









Discussion about this post