মদনপুর টু আড়াইহাজারের মহাসড়কে কাভার্ডভ্যানের ধাক্কায় সিএনজিচারিত অটোরিকশায় থাকা ইশরাত জাহান তানহা (১৭) নামে এক স্কুলছাত্রী নিহত হয়েছে।
একই সঙ্গে আরও চারজন যাত্রী আহত হয়েছেন। তাৎক্ষণিক তাদের পরিচয় পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (৩১ আগস্ট) সকালে মদনপুর-আড়াইহাজারগামী সড়কের আন্দিরপাড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইশরাত জাহান তানহা রূপগঞ্জের মুড়াপাড়া এলাকার ফারুক ভূঁইয়ার মেয়ে। সে শহিতুন্নেসা পাইলট স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল।
পুলিশ ও স্থানীয়রা জানান, সকালে একটি কাভার্ডভ্যানের সঙ্গে যাত্রীবাহী সিএনজির সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে এক স্কুলছাত্রী মারা যায়। সেই সঙ্গে আরও চারজন যাত্রী আহত হয়।
কাঁচপুর হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক নওফেল বিন আলম বলেন, ঘটনাস্থল থেকে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। দুর্ঘটনার ফলে যানজটের সৃষ্টি হয়। পরবর্তীতে হাইওয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করে ।









Discussion about this post