ফতুল্লায় শাহ সিমেন্টের সিমেন্ট বোঝাই কভার্ডভ্যান উল্টে এর নিচে চাপা পড়ে এক অটোরিকশা চালকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।
শুক্রবার ১ সেট্পেম্বর) সকালে ঢাকা-নারায়ণগঞ্জ-মুন্সিগঞ্জ সড়কের বিসিক শিল্প নগরী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত সালাউদ্দিন বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ থানার খেজুরিয়া গ্রামের আব্দুল বারেকের ছেলে। তিনি ফতুল্লার মুসলিম নগর এলাকার আলী মিয়ার বাড়িতে পরিবার নিয়ে থাকতেন।
ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক সৈয়দ আজিজুল হক জানান, বরিশাল থেকে আসা স্ত্রী, শ্বশুর, শাশুড়ি ও শ্যালককে ফতুল্লার লঞ্চঘাট থেকে নিয়ে আসার পথে মুক্তারপুর থেকে ছেড়ে আসা একটি শাহ সিমেন্টের সিমেন্ট বোঝাই কভার্ড ভ্যান বিসিক শিল্পনগরী এলাকায় হঠাৎ উল্টে যায়। এসময় কভার্ড ভ্যানের নিচে অটোরিকশাটি চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই চালক সালাউদ্দিন নিহত এবং বাকিরা আহত হন।
উপ-পরিদর্শক জানান, এ ঘটনায় কভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। এর চালক ও সহকারী পালিয়েছে। মরদেহ মর্গে রাখা হয়েছে। আহতদের নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।









Discussion about this post