নারায়ণগঞ্জ সদর উপজেলার সৈয়দপুরের পাঠান নগর এলাকায় রহমান স্টোরের মালিকানাধীন বাড়িতে পলিথিন কারখানায় অভিযান পরিচালনা করে দুজনকে পাঁচদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।এসময় ৬ হাজার ১৩১ কেজি অবৈধ পলিথিন জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত মোহাম্মদ নোমান অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।
অভিযানে সহায়তা করে র্যাব-১১ এবং পরিবেশ অধিদপ্তর।

এমন অভিযানের পর নারায়ণগঞ্জে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। অনেকেই বলেছেন, শুধুমাত্র পরিবেশ অধিদপ্তরের প্রায় সকল কর্মকর্তা কর্মচারী প্রতিদিন কোন না কোন চাঁদাবাজির জন্য পুৃরো নগরী চষে বেড়ান কোন ধরণের পেশাদরিত্ব ছাড়াই । শুধুমাত্র চাঁদাবাজি করতে মরিয়া এই দপ্তরের অসাধু চক্র। নারায়ণগঞ্জে প্রায় ৪ শত ইট ভাটার অধিকাংশ ই অবৈধ।আর এই অবৈধ ইট ভাটা ছাড়াও নারায়ণগঞ্জে শত শত বিভিন্ন ধরণের ডাইং কারখানায় ইটিপি প্রান্ট চালু না করে সরসরি বর্জ্য নদী নালা খালে ফেলে পুরো জেলার পরিবেশ একেবারেই মানুষের বসবাসের অনুপোযোগী করে তুলেছে। অবৈধ ইট ভাটা, ডাইং কারখানা ছাড়াও পরিবেশ অধিদপ্তরের আওতায় সকল প্রতিষ্ঠানে এমন ক্লিনিক থেকেও প্রতিমাসে মাসেয়াো আদায় করে এই সংস্থার অসাধৃু পুরো চক্র। মাস শেসে মাসোযাো পেলে পরিবেশ অধিদপ্তরের অসাধু চক্র কোন অভিযান পরিচালনা করতে দেখা যায় না । আর প্রতি মাসের শেষ সপ্তাহে সরকারী লক্ষ্যমাত্রা সমুন্বত রাখতে লোক দেখানো অভিযান করে নিজেদের অস্তিত্ব টিকিয়ে রাখার নাটক মঞ্চায়ন করে এই পরিবশে অধিদপ্তরের অসাধু কর্মকর্তারা । আর মাস শেষে কোন অবৈধ কলকারখানা ফ্যাক্টরী মাসোয়ারা প্রদানে টালবাহানা করলে ওই টালবাহানাকারীসহ অন্যান্যদের অবিষ্যতের জন্য সতর্ক করতে অত্যান্ত ধূর্ত পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন । কখনো নির্বাহী ম্যাজিস্টেট্র, কখনো জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবার কখনো র্যাব এর সদস্যদের নানাভাবে ব্যবাহার করে নিজেদের অবস্তান টিকিয়ে রাখার চেষ্টা করেছেন এই অসাধু চক্র ।’ এমন মন্তব্য খোদ নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের নির্ভখর যোগ একটি সূত্রের।
সূত্রটি আরো জানায় নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের উপ পরিচালক আবদুল্লাহ আল মামুন সম্প্রতি বদলী হওয়ায় নানাভাবে নিজের কর্মদক্ষতা দেখাতে এমন অভিযান নামক নাটক মঞ্চায়ন করেই যাচ্ছেন ।









Discussion about this post