গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার পিস ইয়াবাসহ দুই মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার ভোর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, গাড়ির চালক মোহাম্মদ রুবেল বিশ্বাস (২৮), গোপালগঞ্জ জেলার কাশিয়ানী থানার কাশিয়ানী দক্ষিনপাড়া গ্রামের মোঃ এনায়েত বিশ্বাস ওরফ লেবু বিশ্বাসেরর ছেলে ও হেলপার মোহাম্মদ নাজমুল ওরফে সুজন হোসেন (১৯), সাতক্ষীরা জেলার শ্যামনগর থানার মোহাম্মদ লতিফ এর ছেলে।
নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) শেখ বিল্লার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে মাদক বিরোধী অভিযান চালিয়ে মেঘনা টোল প্লাজা এলাকায় চেকপোস্ট বসিয়ে একটি যাত্রীবাহি বাসে তল্লাসী চালানো হয়। এ সময় বাসের সীটের উপরে মাল রাখার স্থান থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। মাদক উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মামলা দায়ের করে নারায়ণগঞ্জ জেলা আদালতে প্রেরন করা হয়েছে ।









Discussion about this post