সিদ্ধিরগঞ্জে শীতলক্ষ্যা নদী থেকে অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ।
রোববার (২৪ সেপ্টেম্বর) বিকেলে আদমজীর চর শিমুলপাড়া এলাকায় নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের ব্যক্তির নাম ও পরিচয় জানার চেষ্টা করছে পুলিশ। দেহ উদ্ধারের সময় তার পড়নে ছিলো নীল রঙের প্যান্ট এবং শার্ট।
কাঁচপুর নৌ-পুলিশ ফাঁড়ি উপ-পরিদর্শক তজিমুল ইসলাম জানান, স্থানীয়রা মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।









Discussion about this post