আড়াইহাজারের ছয় বছরের শিশুকে ধর্ষণের পর হত্যার অভিযোগ একজনের মৃত্যুদণ্ড দিয়েছে আদালত।
সোমবার দুপুরে নারায়ণগঞ্জের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের আদালতের বিচারক নাজমুল হক শ্যামল এ রায় দেন। দণ্ডিত আসামির নাম নাইম।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের এপিপি অ্যাড. রকিব উদ্দিন আহমেদ জানান, ২০২১ সালের ২৩ সেপ্টেম্বর আড়াইহাজার উপজেলার পুরিন্দা গ্রামে শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন নাইম। গ্রেপ্তারের পর তিনি আদালতে দোষ স্বীকার করেন। মামলায় ১০ জন সাক্ষ্য শেষে আদালত তাকে এ দণ্ড দেন।









Discussion about this post