আড়াইহাজারে একটি বাসায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ হাসিনা মমতাজও (৫৫) চলে গেলেন না ফেরার দেশে। এ নিয়ে দগ্ধদের একে একে চারজনই মারা গেলেন।
হাসিনা মমতাজ নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার লক্ষীবরদি গ্রামের মজিবর রহমানের মেয়ে। নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাড়া থাকতেন।
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ বুধবার সকাল ৯টার দিকে মারা যান তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম। তিনি বলেন, হাসিনা মমতাজ ৫৫ শতাংশ দগ্ধ অবস্থায় নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এই ঘটনায় দগ্ধদের সকলেই একে একে মারা গেলেন।
এর আগে গত ২৪ সেপ্টেম্বর সোহান ১০০ শতাংশ দগ্ধ অবস্থায় হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। ২৩ সেপ্টেম্বর সকালের দিকে নিপা এবং দুপুরের দিকে সায়মা নামে আরও দুজন মারা যান।
উল্লেখ্য গত শুক্রবার (২২ সেপ্টেম্বর) রাত সাড়ে ১০টার দিকে নারায়ণগঞ্জ আড়াইহাজারের দীঘির পাড়ের একটি ভবনের চতুর্থ তলায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে নারীসহ মোট চারজন দগ্ধ হয়েছিল ।









Discussion about this post