সিদ্ধিরগঞ্জে দুর্বৃত্তের ছুরিকাঘাতে অজ্ঞাত পরিচয় (৪৫) এক ব্যক্তি নিহত হয়েছেন।
মঙ্গলবার (৩ অক্টোবর) সন্ধ্যায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা বলেন, কাঁচপুর সেতুর ওপর দুর্বৃত্তের ছুরিকাঘাতে ওই ব্যক্তি আহত হলে তাকে মদনপুরের আল বারাকা হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে মরদেহটি ওই হাসপাতাল আছে।
ওসি আরও বলেন, নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। এ বিষয়ে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।









Discussion about this post