ঢাকা থেকে ব্রাক্ষণবাড়ীয়াগামী সোহাগ পরিবহনের চলন্ত একটি যাত্রীবাহী বাস রূপগঞ্জ পৌঁছলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে হতাহতের কোন ঘটনা ঘটেনি।
তবে হুড়োহুড়ি করে গাড়ি থেকে নামতে গিয়ে সামান্য আঘাত প্রাপ্ত হয়েছেন কয়েকজন যাত্রী।
রোববার (৮ অক্টোবর) বেলা সোয়া ১২ টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকা ঘটনা ঘটে। খবর পেয়ে ডেমরা ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট স্থানীয়দের সহায়তায় প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাড়ীর চালক ও যাত্রীরা জানান, ঢাকার কমলাপুর থেকে ২৫ জন যাত্রী নিয়ে সোহাগ পরিবহনের একটি গাড়ী ব্রাক্ষ্মনবাড়ীয়ার উদ্দেশ্যে রওয়ানা হয়। বেলা সোয়া ১২ টার দিকে গাড়ীটি ঢাকা-সিলেট মহাসড়কের কর্নগোপ এলাকায় পৌছলে হঠাৎ গাড়ীর পিছনে আগুন জ্বলে ওঠে। তৎক্ষনাৎ চালক গাড়িটি সড়কের পাশে থামালে গাড়িতে থাকা যাত্রীরা দ্রুত নেমে নিরাপদ স্থানে চলে আসেন। তাই কোন হতাহতের ঘটনা ঘটেনি।
এদিকে, গাড়িতে আগুন লাগার কারণে সড়কের উভয় দিকে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
ডেমরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার হুমায়ুন কবির জানান, বাসে আগুনের খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বলে জানান তিনি।









Discussion about this post