রূপগঞ্জে কিশোরীকে ধর্ষণের পর হত্যা মামলায় শফিকুল ইসলাম হৃদয় (৩৬) নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
একই সঙ্গে এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
সোমবার (৯ অক্টোবর) দুপুরে নারায়ণগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নাজমুল হক শ্যামল আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত শফিকুল ইসলাম রূপগঞ্জের জাহাঙ্গীর আলমের ছেলে।
পূর্ব শত্রুতার জের ধরে তিনি ওই কিশোরীকে ধর্ষণ শেষে হত্যা করেন বলে মামলা সূত্রে জানা যায়।
অভিযোগ প্রমাণিত না হওয়ায় মাসুদ রানা ও বুলবুল নামে দুজনকে বেখসুর খালাস দিয়েছেন আদালত।
কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান রায়ের বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।









Discussion about this post