রূপগঞ্জের সিটি ওয়েল মিল থেকে বেড়িয়ে তেল বোঝাই ট্রাকসহ নিখোঁজের দুই দিন পর এক ঝোপের ভেতর থেকে চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার শরীরে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (১০ অক্টোবর) দিবাগত রাতে জেলার রূপগঞ্জ উপজেলার ভুলতা উড়াল সেতুর পাশে ঝোপের ভেতর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত চালকের নাম আক্তার হোসেন খলিফা (৪৫)। তিনি শরিয়তপুরের গোসাইরহাট থানার শিবপুর এলাকার হারুন খলিফার ছেলে।
রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এএফএম সায়েদ জানান, শনিবার রাতে রূপগঞ্জের রূপসী এলাকার সিটি অয়েল মিলস থেকে ৬০ ব্যারেল তেল ভর্তি ট্রাক নিয়ে চালক আক্তার হোসেন রাজধানীর হাজারীবাগের উদ্দেশে রওনা হন। এরপর থেকে ট্রাকসহ তিনি নিখোঁজ ছিলেন।
সোমবার রাত সাড়ে ১২টার দিকে স্থানীয়রা ওই এলাকায় মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করা হয়। পরে পরিবারের এসে শনাক্ত করেন।
তিনি বলেন, ধারনা করা হচ্ছে- দুর্বৃত্তরা চালককে ছুরিকাঘাতে হত্যা করে লাশ ঝোপের মধ্যে ফেলে রেখে ট্রাক বোঝাই তেল ছিনিয়ে নিয়ে গেছে ।









Discussion about this post