শীতলক্ষ্যা সেতুতে মোটরসাইকেলের প্রতিযোগিতা করতে গিয়ে দুর্ঘটনায় জিহাদ (২২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৩ অক্টোবর) রাতে শীতলক্ষ্যা সেতুর উপর অপর এক যুবকের সঙ্গে মোটরসাইকেল নিয়ে রেস করতে গিয়ে দুর্ঘটনায় ঘটনাস্থলেই নিহত হয় জিহাদ।
নিহত জিহাদ নারায়ণগঞ্জের বন্দর উপজেলার কলাগাছিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বুরুন্দি এলাকার বাসিন্দা নাসির মিয়ার ছেলে। নিহত জিহাদ পেশায় একজন থান কাপড় ব্যবসায়ী ছিলেন।
স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত ৮টার দিকে জিহাদ মোটর সাইকেল নিয়ে শীতলক্ষ্যা সেতুতে যায়। সেখানে অপর এক যুবকের সঙ্গে মোটরাসাইকেল নিয়ে প্রতিযোগিতা করতে যায় জিহাদ। শীতলক্ষ্যা সেতুর উপরে কে কার আগে নির্দিষ্ট এলাকায় যাবে এমন রেস করতে সেতুর উপরেই দুর্ঘটনায় পতিত হয়ে ঘটনাস্থলেই মারা যায় জিহাদ। রাত ১১টার দিকে পরিবারের লোকজন খবর পেয়ে নিহত জিহাদের লাশ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসে। রাত ২টার দিকে জানাজা শেষে বুরুন্দী এলাকার কবরস্থানে নিহতের লাশ দাফন করা হয়। এ বিষয়ে নিহতের পরিবারের পক্ষ থেকে থানায় কোন অভিযোগ কিংবা মামলা দায়ের করেনি।
বন্দর থানার ওসি আবু বকর সিদ্দিক জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে দুর্ঘটনার বিষয়টি আমরা অবগত নই। এ বিষয়ে আমাদের কাছে কেউ অভিযোগ করেনি।
নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আনিচুর রহমান জানান, শীতলক্ষ্যা সেতুর উপরে মোটরসাইকেল দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি টিম পাঠানো হয়েছিল। কিন্তু ঘটনাস্থলে নিহতের লাশ কিংবা স্বজন কাউকেই পাওয়া যায়নি।









Discussion about this post