সরকার বিরোধী আন্দোলনের কারণে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিনের বাড়িতে অভিযান চালিয়েছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৮ অক্টোবর) দিবাগত রাতে গিয়াস উদ্দিনের সিদ্ধিরগঞ্জের বাসভবন ‘মুক্তিযোদ্ধা নিবাসে’ এ অভিযান চালানো হয়। তবে এ সময় কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি।
এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, শনিবার রাত ১টায় কয়েকটি মাইক্রোবাসযোগে ডিবি পুলিশ তার সিদ্ধিরগঞ্জের বাড়িতে হানা দেয়। শুরুতেই তারা কয়েকটি সিসি ক্যামেরা ভাঙচুর করে। এরপর তারা বাড়ির গেটে একের পর এক ধাক্কা দিয়ে ভয়ভীতি প্রদর্শন করতে থাকে।
তিনি বলেন, তার বিরুদ্ধে থানায় বর্তমানে কোনো ওয়ারেন্ট বা মামলা নেই। মূলত রোববারের হরতাল কর্মসূচিকে বাধাগ্রস্ত করার জন্য ডিবি পুলিশ এ অভিযান পরিচালনা করেছে। তবে আমাদের যতোই ভয় দেখাক যেকোনো মূল্যে আমরা আমাদের কর্মসূচি সফলভাবে পালন করবো।
গিয়াসউদ্দিনের এমন মন্তব্যের পরও নারায়ণগঞ্জ জেলার একাধিক আইনশৃংখলা বাহিনী নানাভাবে গিয়াস উদ্দিস ছাড়াও অন্যান্য বিএনপির নেতাদের গ্রেফতার করতে ব্যাপক তৎপড়তা চালিয়ে যাচ্ছে ।









Discussion about this post