স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল বলেছেন, “মহাসমাবেশ চলাকালে বিএনপির আগুন সন্ত্রাস ও বিশৃঙ্খলার দায় কেন্দ্রীয় নেতারা এড়াতে পারবেন না। যারা সারাদেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করছে তাদের বিচারের মুখোমুখি করা হবে।যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের উপদেষ্টা পরিচয় দিয়ে সংবাদ সম্মেলন করা ব্যক্তির পরিচয় শনাক্ত হয়েছে। তিনি বাংলাদেশি বংশোদ্ভূত, তার ব্যাপারে তদন্ত করা হচ্ছে ।”
রোববার (২৯ অক্টোবর) বিকেলে নারায়ণগঞ্জের আড়াইহাজারে শান্তি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী।
বিএনপি জামায়াতের অগ্নি সন্ত্রাস, জ্বালাও পোড়াও ও সহিংসতার প্রতিবাদে উপজেলার দুপ্তারা বিদ্যালয় মাঠে এ সমাবেশের আয়োজন করা হয়।
আসাদুজ্জামান কামাল বলেন, পৃথিবীর কোথাও প্রধান বিচারপতির বাড়িতে হামলার নজির নেই। আমাদের ১০০ পুলিশ আহত হয়েছে। বৃষ্টির মত ঢিল ছুড়েছে বিএনপি নেতাকর্মীরা। ব্যাগে ঢিল ও ককটেল নিয়ে এসেছিল। সেখানে ঢিলে আহত এক পুলিশ সদস্যকে ওদের এক ছাত্রদল নেতা পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে। আমাদের আরেকজন পুলিশ সদস্য মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে।
তিনি আরও বলেন, বিএনপি নামক এ দলটি ২০১৪ সালে এবং ২০১৫ সালে যে অগ্নিসংযোগ ও জঙ্গির উত্থান ঘটিয়েছিল, এ জন্য জনগণ তাদের কাছ থেকে মুখ ফিরিয়ে নিয়েছিল। তারা নির্বাচনে আসতে পারবে না বলেই নানা ধরনের কৌশল তারা অবলম্বন করছে। নানা ষড়যন্ত্র করছে। বিদেশিদের দ্বারে দ্বারে ঘুরছে। তারা বলেছিল শান্তিপূর্ণ সমাবেশ করবে। কিন্তু আমরা কী দেখলাম।
নারায়ণগঞ্জ-২ আসনের সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর সভাপতিত্বে এ সময় আরও উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহীদ মোহাম্মদ বাদল ও জেলা পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।









Discussion about this post