নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ড্রাইভার নুর হোসেনের রহস্যজনক মৃত্যুর ঘটনা ঘটেছে ।
আজ বৃহস্পতিবার (২ নভেম্বর) সকাল সাড়ে ৬টায় নুর হোসেন (৬৫) এর লাশ রক্তাক্ত অবস্থায় নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়া আনার পর জরুরী বিভাগের চিকিৎসক আব্দুর নূর সায়েম দ্রুত ইসিজি করার নির্দেশ দেন।
তাৎক্ষণিকভাবে জরুরী বিভাগে ইসিজি করার পর ড্রাইভার নুর হোসেন কে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
এ সময় নিহতের স্ত্রী ও এক মেয়ে নিহত নূর হোসেনের মৃত্যুর সঠিক কারণ বলতে পারেন নাই। খবর পেয়ে হাসপাতালে এসে নুর হোসেনের লাশ দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।
ড্রাইভার নুর হোসেন কে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসা কয়েক তাদের নাম প্রকাশ না করে বলেন, একতলার ছাদে পানি দেয়ার সময় নিচে পরে গিয়ে রক্তাক্ত হন।
নিহত নুর হোসেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের বন্দর কদম রসুল শাখায় চাকরি করতেন। তার বাবাব নাম মৃত হাবিবুর রহমান। বন্দর কদম রসুল এলাকায় তার বাড়ি।
অপরদিকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের একাধিক সূত্র জানায়, বিদ্যুতের স্পৃষ্টেই একতলা ভবনের ছাদ থেকে নিচে পরে গিয়ে নুর হোসেন রক্তাক্ত যখম হয়েছে ।









Discussion about this post