বিএনপিসহ বিরোধী দলগুলোর দ্বিতীয় দফার ৪৮ ঘণ্টার সড়ক, রেল ও নৌপথ অবরোধে নারায়ণগঞ্জ সদর উপজেলা লিংক রোডের ফতুল্লার সাইনবোর্ড এলাকায় গ্রিন অনাবিল পরিবহনের একটি বাসে আগুন দিয়েছে পিকেটাররা ।
শনিবার (৪ নভেম্বর) রাত সাড়ে ১১টার দিকে সাইনবোর্ডের বিসমিল্লাহ হোটেলের সামনে এ অগ্নিসংযোগের ঘটনা ঘটে।
এমন অগ্নিকান্ডের ঘটনায় ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফখরুদ্দিন বলেন, বাসে আগুনের খবরে সঙ্গে সঙ্গেই ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে। তবে এর আগেই স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, অনাবিল পরিবহনের বাসটি সাইনবোর্ড বিসমিল্লাহ হোটেলের সামনে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পশ্চিম পাশে রাখা ছিল। এসময় দুটি মোটরসাইকেলে করে চারজন অজ্ঞাত যুবক এসে বাসে আগুন দিয়ে নারায়ণগঞ্জের দিকে চলে যায়। পরে স্থানীয় পথচারীদের নিয়ে আগুন নেভানো হয়। আগুন নেভানোর আগেই গাড়ির ভেতরের অংশ পুড়ে যায়।
ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আজম বলেন, সাইনবোর্ডে সড়কের পাশে পার্কিং করে রাখা একটি গাড়িতে কে বা কারা আগুন দিয়ে পালিয়ে যায়। পরে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। এমন অগ্নিকান্ডে যে ই জড়িত থাকুক তাদের আটকের ন্য জোড় চেষ্ঠা চলছে ।









Discussion about this post