রূপগঞ্জে রাজনৈতিক বিরোধের জেরে ওয়ার্ড যুবলীগের এক নেতাকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে ইউনিয়ন যুবলীগের সম্পাদক ও তার লোকদের বিরুদ্ধে।
শুক্রবার কুপিয়ে আহত করার পর রোববার সকালে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত যুবলীগ নেতা দীন ইসলাম দিলিপকে মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি তাওলাদ হোসেন ও সাধারণ সম্পাদক পাবেলের নেতৃত্বে কুপিয়ে আহত করা হয় বলে অভিযোগ করেন নিহতের মা তাছলিমা বেগম।
নিহতের মা আরও জানান, তার ছেলে দিলিপকে সভাপতি করে মুড়াপাড়া ইউনিয়নের ৮নং ওয়ার্ড যু্বলীগের কমিটি গঠনের জন্য পাট ও বস্ত্রমন্ত্রী গোলাম দস্তগীর গাজী নির্দেশ দেন। ওই ইউনিটে পাবেলের পছন্দের সভাপতি প্রার্থী ছিলেন তার ফুফাতো ভাই দেলোয়ার হোসেন । তাই তিনি বিষয়টি মেনে নিতে না পেরে ওইদিন সন্ধ্যায় তার বাড়ির সামনে দিলীপকে ডেকে আনে। এরপরই পাবেল, পিয়াল, ইমন, বিপ্লব, আবুল হোসেন, মেহেদীসহ ১০/১২জন মিলে তাকে ও তার সাথে থাকা আরেকজনকে এলোপাথাড়ি কুপিয়ে গুরুতর জখম করে।
গুরুতর অবস্থায় দিলীপকে ঢাকা মেডিকেল নিয়ে গেলে দুইদিন চিকিৎসার পর রোববার সকালে সেখানে তার মৃত্যু হয় বলে জানান তার মা।
রূপগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার আবির হোসন দিলীপ হত্যাকাণ্ডের বিষয়ে বলেন, প্রতিপক্ষের হামলায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়ের করা হয়েছে। আইনানুগ পন্থায় অবশ্যই ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post