প্রতারণা কাকে বলে এমন টা প্রমাণ হয়েছে মিস্টির দোকানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানের মধ্য দিয়ে । এমন প্রতারণা ঘটনা নারায়ণগঞ্জ জেলায় প্রায় সর্বত্র ই ঘটছে । এ বিষয়ে প্রতারণার শিকার অসংখ্য ভোক্তা সাধারণের দাবী এমন প্রতারণা বন্দ করতে কঠোর পদক্ষেপ জরুরী।
আড়াইহাজারে পরিমাণে কম দেওয়ার প্রমাণ পেয়ে ৪ দোকানীকে ১৭ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৭ নভেম্বর) বিকেলে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনকের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় আড়াইহাজার বাজারের বিভিন্ন মিষ্টির দোকানে ২৫০ থেকে ৩০০ গ্রাম ওজনের প্যাকেট ব্যবহার করে পরিমাণে কারচুপির মাধ্যমে মিষ্টি বিক্রি করায় এ জরিমানা করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামসুজ্জাহান কনক বলেন, কম দেওয়ার প্রমাণ পেয়ে মুসলিম সুইটসকে ২ হাজার, টাঙ্গাইল সুইটসকে ৫ হাজার, খোকন মিষ্টান্ন ভান্ডারকে ৫ হাজার ও সিরাজের মিষ্টির দোকানকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।









Discussion about this post