এবার গেলো শনিবার (১২ নভেম্বর) দিবাগত মাধ্যরাতে সিদ্ধিরগঞ্জে মধ্যরাতে পার্কিং করে রাখা একটি বাসে ভাঙচুর ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
রাত দেড়টার দিকে সানারপাড়ের পিডিকে পাম্পের পাশের এক গ্যারেজে লাব্বাইক বাসে এ ঘটনা ঘটে। সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করেন।
এ বিষয়ে ওসি গোলাম মোস্তফা বলেন, শনিবার দিনগত রাতে এ ঘটনা ঘটেছে। আগুন ছড়িয়ে পড়ার আগেই গ্যারেজে থাকা লোকজন আগুন নিভিয়ে ফেলেন। তবে কী কারণে আগুন লেগেছে তা এখনো জানা যায়নি। আমরা গ্যারেজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছি তারাও বিষয়টি বলতে পারেনি। দুর্ঘটনাবশত নাকি কোনো নাশকতার উদ্দেশ্যে এই ঘটনা ঘটানো হয়েছে তা আমরা খতিয়ে দেখছি।
এ বিষয়ে নারায়ণগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক ফখর উদ্দিন আহমেদ বলেন, আমরা এমন কোনো খবর পাইনি।









Discussion about this post