প্রতিনিয়ত: ছিনতাই, চাঁদাবাজি, লুটপাটের ঘটনায় অতিষ্ঠ হয়ে গণপিটুনিতে হাবু নামের এক চিহ্নিত ছিনতাইকারীর মৃত্যু হয়েছে।
ঘটনা টি ঘটেছে বুধবার দিবাগত (২৩ নভেম্বর) মধ্যরাত ২টায় । নারায়ণগঞ্জ শহরের পাইকপাড়াস্থ জেলা অতিরিক্ত পুলিশ সুপারের (প্রশাসন) বাসভবনের কয়েক গজের মধ্যে ।
গণপিটুনীতে নিহত শাহাদাত হোসেন হাবু (৩২) পাইকপাড়া নয়াপাড়া এলাকার মৃত শাহজাহানের পুত্র ।
পাইকপাড়া কাচারীগল্লির অনেকে ক্ষোভ প্রকাশ করে বলেন, এই হাবুর অত্যাচারে অতিষ্ঠ এলাকার লোকজন লাঠি, বাশ, রডসহ ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে পিটিয়ে দীর্ঘদিনের ক্ষোভ নিরসনের চেষ্টা করে। পরে পুলিশ এসে হাবুকে উদ্ধার করে নিয়ে যায়।
এমন ঘটনায় নারায়ণগঞ্জ সদর মডেল থানার উপ পরিদর্শক গোলাম মোস্তফা গুরুতর আঘাতপ্রাপ্ত রক্তাক্ত ছিনতাই হাবু কে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে নিয়া আনার পর জরুরী বিভাগের চিকিৎসক সাবিনা ইয়াসমিন শাহাদাত হোসেন হাবু কে মৃত ঘোষণা করে হাসপাতাল মর্গে প্রেরন করেন।
ঘটনার বিবরণ দিতে গিয়ে প্রত্যাক্ষদর্শী স্থানীয়রা আরো জানান, এই চিহ্নিত ছিনতাইকারী হারিবুর রহমান হাবু গত প্রায় কয়েক বছর যাবৎ প্রকাশ্যেই ছিনতাইয়ের ঘটনা ঘটিয়ে আসছিলো । কোন কোন পুলিশ ডিউটিকালে হাবুকে ডেকে নিয়ে খোষগল্পও করতে দেখা গেছে। আবার কোন কোন দারাগো বিগত সময়ের ওসি আনিচুরের দোহাই দিয়ে হাবুকে দেখা করতে বললে হাবুও পাল্টা উত্তর দিতো, ‘স্যার পরে দেখা করমু নে !’ পুলিশের সাথে এমন সখ্যতার কারণে হাবুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল শহরবাসী। সম্প্রতি ওসি আনিচুর বদলী হবার খবর এলাকার সাধারণ মানুষের নজরে আসার পর ওৎ পেতে তকে সকলেই।

এমন অবস্থায় বুধবার দিবাগত মধ্যরাতে আবার এলাকায় প্রবেশ করলে এলাকাবাসী হাবুকে ঘেরাও করে গণপিটুনি দেয় এলাকাবাসী। এসময় হাবুর সহযোগিরা এলাকাবাসীকে হুমকি দলে মাইকে ঘোষনা দিয়ে সকলকে ঘর থেকে বেড়িয়ে আসতে বললে পালিয়ে যায় হাবুর সহযোগিরা।
এমন খবরে ঘটনাস্থলে এসে নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহাদাৎ হোসেন গণপিটুনীর শিকার হাবুর নিথর দেহ হাসপাতালে পাঠনোর পর তিনি সাংবাদিকদের বলেন, শুনেছি মাইকে ঘোষণা দিয়ে একজন ছিনতাইকারীকে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে মারা যায় । তার বিরুদ্ধে থানায় ৭ টি ছিনতাই মামলা রয়েছে। বিষয়টি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।









Discussion about this post