এবার চাঞ্চল্যকর তথ্য বেড়িয়ে এসেছে ডিবি পুলিশের ক্যাশিয়ারখ্যাত নূরু মিয়া ও তার একান্ত সহযোগী বিশেষ পেশার নামধারী ইমরান ওরফে হানিফের বিরুদ্ধে । কত ধরণের প্রতারণা যে এই চক্র করতে পারে তা ব্যাপক অনুসন্ধ্যানে বেড়িয়ে আসে অসংখ্য তথ্য । এমন চাঞ্চল্যকর অপরাধের ঘটনার বিষয়ে ক্যাশিয়ার নূরু দাবী করে বলেন, ‘আমি এখন আর ডিবির ক্যাশিয়ারী করি না, অনেক আগেই ক্যাশিয়ারী ছাইরা দিছি। তবে ইমরান কি করেছে তা আমি বলতে পারবো না।’
এমন গুরুতর অভিযোগের বিষয়ে গত ১৯ নভেম্বর রাত ৮টা ৪৬ মিনিটে একাধিকবার ফোন দিলেও বিশেষ পেশার ইমরান ওরফে হানিফ ফোন রিসিভ করেন নাই। প্রায় ১০ দিন অনুসন্ধ্যানের পর ব্যাপক অপরাধের তথ্য প্রমাণ মিলেছে । সেখানে ইমরান ওরফে হানিফ নিজেকে সিদ্ধিরগঞ্জ থানার ওসির এবং নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বডিগার্ড পরিচয় দিয়ে ব্যাপক চাঁদাবাজির অভিযোগের অসংখ্য রেকর্ড নারায়ণগঞ্জ নিউজ আপডেট এর দপ্তরে রয়েছে ।
এমন রেকর্ড হাতে পেয়ে ফের ইমরান ওরফে হানিফের দুইটি মোবাইল ফোন (নং ০১৭১১২৬…………২২ এবং ০১৭৮৭…………..৭৬) নাম্বারে ফোন দিলেও তিনি আাবরো ফোন রিসিভ করেন নাই। পরবর্তীতে তার মুঠোফোনে তার বিরুদ্ধে এমন অভিযোগের বিষয়ে তথ্য জানতে “.ইমরান/হানিফ ভাই……………..একটু কথা বরতে পারবেন প্লিজ ?“ এমন ক্ষুদে বার্তা পাঠানো হলেও কোন উত্তর পাওয়া যায় নাই ।
অনুসন্ধ্যানের পর অভিযোগের বিষয়ে জানা যায়, দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ ডিবি পুলিশের ক্যাশিয়ার খ্যাত চিহ্নিত চাঁদাবাজ নূরু মিয়া অসাধু পুলিশ কর্মকর্তাদের নামে কোটি কোটি টাকা চাঁদাবাজি করে আঙ্গুল ফুলে কলাগাছ বনে গেছেন । ডিবি পুলিশের নামে চাঁদাবাজির টাকায় নূরু মিয়া নারায়ণগঞ্জে বহুতল বিলাশ বহুল বাড়ি, অসংখ্য গাড়ি, ব্যাংক ব্যালেঞ্চ গড়ে তুলে । এমন ঘটনায় নারায়ণগঞ্জে এসপি হারুন দায়িত্ব পালনকালে এই চাঁদাবজ নূরুকে গ্রেফতার করে । মামলা দিয়ে জেলও খাটায় । এরপর নির্লজ্জ নূরু অভিনব কায়দায় এবার সিদ্ধিরগঞ্জের ইমরান ওরফে হানিফকে সাথে যোগসাজস করে নারায়ণগঞ্জের হাজারো অসাধু ব্যবসায়ীদের কাছে উপস্থিত হয়ে ইমরান কে ডিবি পুলিশের ওসির বডিগার্ড হিসেবে মুঠোফোনে পরিচয় করিয়ে দিয়ে চাঁদাবাজি চালিয়ে যাচ্ছে ।
এমন অভিনব কায়দায় ফতুল্লার কাশিপুরের নকল তার (ক্যাবল) কারখানার মালিক হাজি বজলুর রহমানের কাছে উপস্থিত হয়ে ক্যাশিয়ার নূরু মুঠোফোনে ডিবি পুলিশের ওসির বডিগার্ড হিসেবে ইমরান ওরফে হানিফের মুঠোফোনে সংযোগ দিয়ে কথা বলতে বলেন। ওসির বডিগার্ডের এমন ফোন পেয়ে হতভম্ব হয়ে হাজি বজলু প্রতি মাসে ইমরান ওরফে হানিফের মুঠো্ফোনে কথা বলে নূরুর কাছে মাসোয়ারা প্রদান করে আসছেন বলে জানা যায় । এমন অসংখ্য অসাধু ব্যবসায়ীদের কাছে একই পন্থায় চাঁদাবাজি করছে নূরু ও ইমরান। অডিও রেকর্ড এবং ইমরান ওরফে হানিফের ম্যানেঞ্জারের মাধ্যমে অর্থ আদায়ের অসংখ্য প্রমাণ হাতে আসে নারায়ণগঞ্জ নিউজ আপডেট এ ।
ইমরান ওরফে হানিফের কাছে প্রতিমাসে মাসোয়ারা প্রদানের বিষয়ে নকল তার কারখানার মালিক হাজি বজলুর রহমান নারায়ণগঞ্জ নিউজ আপডেট কে বলেন, প্রতি মাসে নূরু মিয়া এসে আমার কাছে ডিবি পুলিশের ওসির বড়িগার্ড ইমরানের সাথে মোবাইলে কথা বলাইয়া দিয়া টাকা নিয়ে যায়। আমার মতো অনেক ব্যবসাীর কাছ থেকে একইভাবে মান্থলি (মাসোয়ার) নেয় নূরু ও ইমরান।









Discussion about this post