নারায়ণগঞ্জের আড়াইহাজারে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের নৌকার মনোনয়ন জমা দিতে যাবার সময় সংসদ সদস্য নজরুল ইসলাম বাবুর পাশে দেখা গেছে উপজেলা প্রকৌশলী মো: আরিফুর রহমানকে।
বিষয়টির ছবি ও ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনা শুরু হয়।
প্রকাশিত ভিডিওতে দেখা যায়, প্রকৌশলী আরিফুর এমপির পেছন থেকে তার পাশে আসছেন। এসময় নেতাকর্মীদের সাথে ছিলেন তিনি।
বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর ১২টার দিকে নারায়ণগঞ্জ-২ আড়াইাহাজার আসনের আওয়ামী লীগ প্রার্থী নজরুল ইসলাম বাবু উপজেলায় সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে মনোনয়নপত্র দাখিল করেন।
এ সময় দলীয় নেতাকর্মীর সাথে উপজেলা প্রকৌশলী মোঃ আরিফুর রহমানও রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে নেতাকর্মীদের সাথে দেখা যায়। এরকম একটি ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সমালোচনার ঝড় শুরু হয়।
জানা যায়, প্রশাসনের কর্তাব্যক্তি হয়ে তিনি দলীয় নেতাকর্মীদের সাথে সেখানে গিয়ে নির্বাচনকালীন প্রশাসনিক আইন শৃঙ্খলা ভঙ্গ করেছেন। বিষয়টি নির্বাচন কমিশন চাইলে তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারে, কারণ এটি অবাদ ও সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আইনের ব্যত্যয়।
এ ব্যাপারে জানতে উপজেলা প্রকৌশলী মো: আরিফুর রহমান জানান, আমি ইউএনও কার্যালয়ে একটি স্কুলের কাজে গিয়েছিলাম। এমপি মহোদয় সেখানে এসেছেন আমরা জানতাম না।
এমপি আসার পর বেরিয়ে গেলেন না কেন এমন প্রশ্নে তিনি কোন উত্তর দেননি।
এ ব্যাপারে সহকারী রিটার্নিং কর্মকর্তা ইশতয়াক আহমেদ জানান, আমি এ ব্যাপারে কোন মন্তব্য করবোনা। বিষয়টি নিয়ে আমি রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলবো।









Discussion about this post