আড়াইহাজার ( নারায়ণগঞ্জ) প্রতিনিধি ;
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক কিশোরী গণধর্ষণের শিকার হয়েছেন। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের চারি গাঁও গ্রামে। এ অভিযোগে তিন ধর্ষককে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো উপজেলার চারিগাঁও গ্রামের সরাফতের ছেলে আক্তার (৩৮) একই গ্রামের রতনের ছেলে আনোয়ার ওরফে আনার (২২) এবং রূপগঞ্জের তাওরা গ্রামের সেলিমের পুত্র শাহিন (২৫) ।
পুলিশ জানায় চারিগাঁও গ্রামের এক কিশোরী কন্যা (১৪) কে ১৬ মে, বৃহষ্পতিবার রাতে তার বাড়ীর পাশে পুকুর পাড়ে নিয়ে চার জন মিলে পালাক্রমে ধর্ষণ করে । পরে তার আর্তচিৎকারে বাড়ির লোকজন এগিয়ে আসলে ধর্ষকেরা পালিয়ে যায়। পরিবারের কাছে ধর্ষীতা ধর্ষণের ঘটনাটি খুলে বল্লে তারা শুক্রবারে থানায় এসে পুলিশকে জানালে ,থানার ভারপ্রাপ্ত ওসি সফিকুল ইসলাম নিজেই সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তিন ধর্ষককে গ্রেফতার করেন। এ ব্যাপারে ধর্ষীতার পিতা কামাল হোসেন বাদী হয়ে চারজনকে আসামী করে আড়াইহাজার থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন ।
থানার দায়িত্বরত ওসি সফিকুল ইসলাম জানান এজাহার নামীয় ৪ জন আসামীর মধ্যে তিনজনকেই গ্রেফতার করা হয়েছে। অপর আসামী কাওসারকে গ্রেফতারের জন্য পুলিশের একাধিক টিম মাঠে কাজ করছে।









Discussion about this post