বর্তমান সরকারের পতন ও নির্দলীয় সরকারের দাবিতে গত ২৮ অক্টোবর বিএনপির মহাসমাবেশ পণ্ড হবার পর থেকে ধারাবাহিকভাবে হরতাল-অবরোধ কর্মসূচি পালন করছে বিএনপি ও তার সাথে আন্দোলন করা ৩৯টি রাজনৈতিক দল
সারাদেশে লাগাতার কর্মসূচির অংশ হিসেবে এবার বিএনপির ডাকা দুইদিনের অবরোধের সমর্থনে নারায়ণগঞ্জ শহরের ডনচেম্বার এলাকায় মশাল মিছিল করেছে মহানগর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।
এসময় মিছিল থেকে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ও সড়কে আগুন জ্বালিয়ে সরকার বিরোধী স্লোগান দেয় সংগঠনের নেতাকর্মীরা।
শনিবার সন্ধ্যায় নগরীর নবাব সলিমুল্লাহ সড়কের ডনচেম্বার থেকে শুরু হয়ে মিছিলটি শহরের চাষাড়ার দিকে যায়। খবর পেয়ে পুলিশ সেখানে গেলে অবরোধের সমর্থনকারীরা পালিয়ে যায়। এসময় দুইজনকে আটক করে পুলিশ।
পুলিশ ও প্রত্যাক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় নারায়ণগঞ্জ মহানগর স্বেচ্ছাসেবক দলের সভাপতি এবং ক্রশফায়ারে নিহত সেই বিএনপির নেতা মমিন উল্লাহ ডেবিডের ভাগিনা সেই দিদিপুত্র রানার নেতৃত্বে ডন চেম্বার এলাকায় একটি মশাল মিছিল বের করে নেতাকর্মীরা।
পরে নবাব সলিমুল্লাহ সড়কে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। মিছিলটি চাষাঢ়ার দিকে এগিয়ে মিশনপাড়া মোড়ে গিয়ে ফের ককটেল বিস্ফোরণ ও সড়কে অগ্নিসংযোগ করে।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায় পুলিশের একাধিক দল। এসময় ধাওয়া দিয়ে দুইজনকে আটক করে জেলা গোয়েন্দা পুলিশ। পরে সড়কের আগুন নিভিয়ে যানচলাচল স্বাভাবিক রাখা হয়।
নারায়ণগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন জানান, অবরোধ কর্মসূচির নামে শহরে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগ করেছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছাবার আগেই তারা পালাতে শুরু করে। দুষ্কৃতিকারীদের গ্রেপ্তার করার জন্য অভিযান চলছে।










Discussion about this post