ব্রক্ষ্মপুত্র নদে গোসল করতে গিয়ে পানিতে ডুবে যাওয়ার ২১ ঘন্টা পর শিশু রিয়াদ (৯) এর মৃত দেহ উদ্ধার করা হয়েছে। আজ রোববার (৩ ডিসেম্বর) সকালে লাদুরচর ঝালোকান্দি ব্রিজের নিচ থেকে রিয়াদের মৃত দেহ উদ্ধার করে।
এর আগে গতকাল বেলা ১১টার সময় ব্রক্ষ্মপুত্র নদে গোসল করতে যায় রিয়াদ।
এসময় হঠাৎ পানিতে তলিয়ে যায়। পরে তার স্বজনরা দিনভর চেষ্টা করে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি।
পরে ২১ ঘন্টা পর আজ সকাল ৯টার দিকে রিয়াদের মৃত দেহটি ঝালোকান্দি ব্রিজের নিচে ভেসে উঠে।
মৃত রিয়াদ লাদুরচর টিটির বাড়ি মধ্যেপাড়া গ্রামের হালিমের ছেলে ।









Discussion about this post