এনএনইউ রিপোর্ট :
জাতীয় সংসদ ও ৫ম উপজেলা পরিষদ নির্বাচনে নারায়ণগঞ্জে দায়িত্ব পালন করতে গিয়ে হতাহতের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে নির্বাচন কমিশন ।
শনিবার ১৮ মে দুপুরে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও জেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে নিহতদের পরিবারের সদস্য ও আহতদের হাতে সহায়তার অনুদান তুলে দেন নির্বাচন কমিশন সচিব হেলালুদ্দীন আহমদ।
নারায়ণগঞ্জ জেলা প্রশাসক রাব্বী মিয়ার সভাপতিত্বে উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার হারুন অর রশিদ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি-৬২) নারায়ণগঞ্জের অধিনায়ক লে. কর্ণেল আল আমিন, র্যাব-১১ এর অধিনায়ক লে. কর্নেল কাজী শামশের উদ্দিন প্রমুখ।
এতে নির্বাচন দায়িত্ব পালনের সময়ে নিহত ৪ জনকে ১০ লাখ করে, গুরুতর আহত ৪ জনকে ১ লাখ করে ও আহত দুইজনকে ৩০ হাজার করে টাকার চেক প্রদান করা হয়।
চেক বিতরণ শেষে সাংবাদিকদের উদ্দেশ্যে হেলালুদ্দীন আহমেদ বলেন, জাতীয় ও উপজেলা পর্যায়ে নির্বাচনে নারায়ণগঞ্জে যে ঘটনা ঘটেছে সেটা প্রকৃতিক দুর্যোগের ঘূর্ণিঝড় হওয়ায় ট্রলার ডুবির ঘটনা ঘটে। গাফিলতির কারণে জেলা নির্বাচন অফিসারকে প্রত্যাহার করা হয়েছে ।









Discussion about this post