ফতুল্লায় পদ্মা রেলসেতুর নিচ থেকে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১০ ডিসেম্বর) দিনগত রাতে ফতুল্লার আলীগঞ্জ এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।
তাৎক্ষণিক নিহতের নাম-পরিচয় জানা যায়নি।
এ বিষয়ে ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আযম মিয়া জানান, নিহত যুবকের পড়নে দুটি জামা ও একটি টাউজার প্যান্ট এবং পায়ে জুতা রয়েছে। একটি হাত ভাঙ্গা। ধারণা করা হচ্ছে পদ্মা রেল সেতুর উপর থেকে পড়ে মারা গেছে। বিষয়টি রেল পুলিশকে জানানো হয়েছে। আমাদের থানা পুলিশও ঘটনাস্থলে রয়েছে। নিহতের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হবে। এ বিষয়ে পরবর্তী আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।









Discussion about this post